বিরাট কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া ইঞ্জিনিয়ারের মুক্তি

অবশেষে বড় রায় দিল আদালত। সোমবার বম্বে হাইকোর্ট রামনাগেশের বিরুদ্ধে দায়ের এফআইআর এবং চার্জশিট খারিজ করে দিল।

Must read

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে যায় টিম বিরাট কোহলি (Virat Kohli) । এরপরেই সমর্থকদের রোষানলের মুখে পড়েন ভারত অধিনায়ক। তাঁর যোগ্যতা প্রশ্নের মুখে পড়ে । কিন্তু শালীনতার সীমা লঙ্ঘন করে বিরাটের দুধের শিশু ভামিকাকে ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়ে বসেন এই ব্যক্তি । তেলেঙ্গানার এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ। পুলিশের হাতে গ্রেফতার হয় রামনাগেশ (Ramnagesh Akubathini)। যদিও পরে জামিনে মুক্তি পায় সে।

আরও পড়ুন-চালাকি করবেন না ধমক চন্দ্রচূড়ের

অবশেষে বড় রায় দিল আদালত। সোমবার বম্বে হাইকোর্ট রামনাগেশের বিরুদ্ধে দায়ের এফআইআর এবং চার্জশিট খারিজ করে দিল। বিচারপতি গড়কড়ি এবং বিচারপতি পিডি নায়েকের ডিভিশন বেঞ্চ অভিযুক্তের ভবিষ্যতের কথা মাথায় রেখে ঘোষণা করেন, বিরাটের ম্যানেজারের সম্মতিতেই এফআইআর খারিজ করা হয়েছে।

বিরাটের ম্যানেজার আকিল্লা ডি’সুজা (Aquillia D’Souza)-ই পুলিশে অভিযোগ দায়ের করেছিল কিন্তু এখন তার বিরুদ্ধে ফৌজদারী মামলা চালিয়ে না নিয়ে যাওয়ার আবেদনে সম্মতি দেন আকিল্লা।

Latest article