২০১৬ সালের ৮ নভেম্বর, ঠিক রাত ৮টার সময় নোটবাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। বাতিল করা হয়েছিল সেই সময়ের ১০০০ এবং ৫০০ টাকার নোট। সেই সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব বলে ভুয়ো টাকা এবং কালো টাকার রমরমা ঠেকাতেই এই পদক্ষেপ। নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আনা হয়েছিল।
আরও পড়ুন-অভিষেকের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে হল অসুস্থ ব্যক্তির স্বাস্থ্যসাথী কার্ড, খুশি পরিবার
ফের ১৯শে মে ২০২৩, গতকাল রাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নির্দেশিকা জারি করে নতুন ২০০০ টাকার নোট ফেরানোর ঘোষণা করে। সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকার নোট বদলে নেওয়ার বা ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য সময় দেওয়া আছে। এই অবস্থায় কেন্দ্রকে এই ‘মিনি নোটবন্দি’ নিয়ে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বাবার শেষকৃত্য সারলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা
গতরাতে একটি টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘তাহলে এটা ২০০০ টাকার নোটের ধামাকা ছিল না, বরং ১০০ কোটি ভারতীয়কে দেওয়া বিলিয়ন ডলার ধোকা ছিল। আমার ভাই ও বোনেরা, ঘুম থেকে উঠুন। নোট বাতিলের সময় আমাদে যে কষ্ট পোহাতে হয়েছিল, তা এখনও আমরা ভুলে যাইনি। আর যারা আমাদের সেই কষ্ট দিয়েছে, তাদের ক্ষমা করা উচিত নয়।’
আরও পড়ুন-গভীর সমুদ্রে ভূমিকম্প, ফের জারি সুনামি সতর্কতা
আজ এই নিয়ে টুইটবার্তা মমতা লেখেন, ২০০০ টাকার নোটের তুঘলকি নোট বাতিলের নাটক সাধারণ মানুষকে আবারও ব্যাপক হয়রানির শিকার করে আঘাত করবে। এইসব অসাধু পদক্ষেপ এই শাসনের মৌলিকভাবে গণবিরোধী ও পুঁজিবাদী প্রকৃতিকে আড়াল করার জন্যই । গণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকারের এই ধরনের দুঃসাহসিকতা ভোটের সময় জনগণ ভুলবে না।’
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…