গভীর সমুদ্রে ভূমিকম্প, ফের জারি সুনামি সতর্কতা

বুধবার গভীর রাতে মধ্য আমেরিকার গুয়াতেমালাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৪

Must read

প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) দেখা দিল প্রবল ভূমিকম্প (Earthquake)। এদিন প্রশান্ত মহাসাগরে ৭.৭ মাত্রার কম্পণ অনুভূত হয়েছে । এর ফলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। ব্রিটেনের নিউ ক্যালেডোনিয়া, ফিজি এবং ভানুয়াতু অঞ্চলের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন-কেন্দ্রের তরফে ফের রাজ্যের ৪ জেলা পেল ‘ভূমি সম্মান’

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুসারে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার অভ্যন্তরে হয়েছে। প্রসঙ্গত বুধবার গভীর রাতে মধ্য আমেরিকার গুয়াতেমালাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৪।

আরও পড়ুন-হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এই ভূমিকম্প হওয়ার ফলেও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এই বছর গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ব্যাপক ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ এলাকা। তারপরে একের পর এক আফটারশকে কেঁপে ওঠে এলাকা। এর ফলে মৃত্যু হয়েছে ৪০ হাজারের বেশি মানুষের।

Latest article