হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আজ শনিবার, ২০শে মে প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষাগুলির রেজাল্ট।

Must read

মাধ্যমিকের (Madhyamik) পর হাই-মাদ্রাসা (High Madrasa), আলিম (Alim) ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ হল। আজ শনিবার, ২০শে মে প্রকাশিত হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষাগুলির রেজাল্ট। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে। আজ সকাল সাড়ে ১০ টায় ২০২৩ সালের হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন-ট্রিগার হ্যাপি ফোর্স নয় কনভয়ে চাই তল্লাশি

এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনগুলো তোমাদের সাফল্যের সঙ্গে পূর্ণ হোক।’

Latest article