ফ্লোরিডা, ১৪ অগাস্ট : সিরিজ হারে ব্যাটিংকেই দুষলেন রাহুল দ্রাবিড়। বললেন আমরা যেভাবে ব্যাট করতে পারি, সেটা এখানে করতে পারিনি।
ভারতীয় কোচ অবশ্য ২-৩-এ টি-২০ সিরিজ হেরে নির্দিষ্ট কারও দিকে আঙুল তোলেননি। তিনি কাউকেই দোষারোপ করেননি। দ্রাবিড় বলেছেন, এই দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। যারা এখনও শিখছে। দ্রাবিড় ম্যাচের পর সাংবাদিকদের বলেছেন, আমরা ০-২ থেকে ২-২ করেছিলাম। কিন্তু শেষটা আর পারলাম না। আমরা অনেক ভুল করেছি। তবে এই ছেলেরা শিখবে। ওরা বয়সে তরুণ। ওদের হাতে অনেক সময় আছে।
আরও পড়ুন-আরব অ্যাডভেঞ্চারে শামিল নেইমারও
দ্রাবিড় এরপর আরও বলেন, সিরিজ হেরে আমরা হতাশ। বিশেষ করে পিছিয়ে থেকেও সমতায় ফেরার পর। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে কৃতিত্ব দিতে হবে। ওরা খুব ভাল খেলেছে। তিনি এরপর গোটা সিরিজের দিকে তাকিয়ে বলেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দল নিয়ে কিছু পরীক্ষা করতে হয়েছে। তবে তিনি টেস্টের ফল নিয়ে সন্তুষ্ট। শুধু দ্বিতীয় টেস্টে বৃষ্টি নিয়ে ভারতীয় হেড কোচের কিছুটা হতাশা রয়েছে। বৃষ্টির জন্য দ্বিতীয় টেস্ট জিততে না পারায় কিছু পয়েন্ট নষ্ট হয়েছে। প্রসঙ্গত, টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ ছিল। ভারত আগের দু’বার ফাইনাল খেলেছে।
আরও পড়ুন-শেষ মুহূর্তের গোলে ৩ পয়েন্ট ইস্টবেঙ্গলের
একদিনের সিরিজ নিয়ে দ্রাবিড় স্পষ্ট জানান, সামনে দুটি বড় টুর্নামেন্ট রয়েছে বলে তাঁদের কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এর থেকে যা জানার ও শেখার, সেটা হয়েছে। আসলে এই সিরিজে তাঁদের লক্ষ্যই ছিল অন্যরকম। এই সিরিজ তাঁদের সামনে আর পাঁচটা একদিনের সিরিজের মতো ছিল না। এরপর দ্রাবিড় আরও বলেন, তাঁর দলের ব্যাটিংয়ে গভীরতা ছিল না। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ১০ নম্বরে নেমে রান করছেন। কিন্তু তাঁদের ক্ষেত্রে এরকম ঘটনা নেই।
আরও পড়ুন-জিতল চেন্নাইয়িন, আটকাল বেঙ্গালুরু
এছাড়া ভারতীয় কোচের আরও বক্তব্য, এশিয়া কাপে কয়েকজন চোট সারিয়ে দলে ফিরতে পারেন। জসপ্রীত বুমরা নিশ্চিতভাবে ফিরছেন। দ্রাবিড় না বললেও সম্ভবনা দেখা দিয়েছে কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারের ক্ষেত্রে।