সংবাদদাতা, আলিপুরদুয়ার : পড়ুয়া ও শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরিস্রুত পানীয় জলের ব্যাবস্থা করতে চলেছে জেলা প্রশাসন। স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এবার পৌঁছে যাবে পরিস্রুত জল। সরকারি, বেসরকারি মিলে জেলার প্রায় দু’হাজার বিদ্যালয় ও প্রায় সাড়ে তিন হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই প্রকল্পের আওতায় আসবে এই অর্থবর্ষের শেষে।
আরও পড়ুন-Balason Bridge: বালাসন সেতু খুলছে ১ ডিসেম্বর
এই প্রকল্পের মাধ্যমে নলবাহিত পরিস্রুত পানীয় জল পৌঁছে যাবে বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, ‘‘আগামী মার্চের মধ্যে জেলার সমস্ত বিদ্যালয়ে ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রাজ্য সরকারের তরফ থেকে নলবাহিত পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে নির্দিষ্ট দফতরকে দ্রুত কাজ করতে বলা হয়েছে। আশা করি সঠিক সময়ে আমরা পানীয় জল পৌঁছে দিতে পারব।”
এই বিষয়ে জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় একটি বৈঠকও হয়। জেলাশাসক এই কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই পরিস্রুত জল পৌঁছে গিয়েছে। আগামী তিন বছরের মধ্যে জেলার প্রায় সাড়ে তিন লক্ষ ঘরে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা প্রশাসন। সুষ্ঠু পরিষেবা দিতে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে বড় জলাধার, পাতা হচ্ছে নতুন পাইপ লাইনও।