বিজেপি শাসিত রাজ্যে নেশার দ্রব্যের ব্যবসা

গোপন খবরের ভিত্তিতে রবিবার উত্তর ত্রিপুরা ধর্মনগরে একটি নম্বরহীন নতুন বোলেরো গাড়িকে দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি চালায়।

Must read

বিজেপি (BJP) শাসিত রাজ্য ত্রিপুরায় (Tripura) চলছে নেশার ব্যবসা। গোপন খবরের ভিত্তিতে রবিবার উত্তর ত্রিপুরা ধর্মনগরে একটি নম্বরহীন নতুন বোলেরো গাড়িকে দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি চালায়। এবং এরপরেই সেখান থেকে বিপুল পরিমান নেশাদ্রব্য সমেত ৩ জনকে আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, আগরতলা ও রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে কিছুদিন হল। এর পেছনে পেছনে নেশার দ্রব্যের ব্যবসা রয়েছে।

আরও পড়ুন-জনপ্লাবন সামলে হিরো কলকাতা পুলিশ

বাগপাশা থানার পুলিশ এই মর্মে জানায়, উদ্ধার হওয়া নেশাদ্রব্য ইয়াবা ট্যাবলেটের বাজার মুল্য ৫ কোটি টাকা। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বাগপাশা থানার পুলিশ নম্বরহীন নতুন বোলেরো গাড়িকে থামিয়ে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকার নেশার সামগ্রী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।শুধু তাই নয়, গাড়ি সহ তিন জনকে এদিন পুলিশ আটক করে। এই মুহূর্তে বিভিন্ন ধরণের ড্রাগ পাচারের আন্তর্জাতিক করিডর ত্রিপুরা সেই বিষয়ে সন্দেহ নেই।

Latest article