সংবাদদাতা, সুন্দরবন : সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেন। দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পের কর্মসূচি বন্ধ জেনে তা চালুর নির্দেশ দেন।
আরও পড়ুন-অভিষেকের সভা নিয়ে মুখিয়ে কাঁথি
মঙ্গলবার হিঙ্গলগঞ্জের বনবিবি মাঠে মুখ্যমন্ত্রী নির্দেশের পর জেলা প্রশাসন নড়েচড়ে বসে। ২৪ ঘন্টা কাটতে না কাটতে হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারের সরকার শিবির ফের চালু হয়ে গেল। এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে সঙ্গে সঙ্গে। বহু বাসিন্দা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, মৎস্যজীবী কার্ড, বার্ধক্যভাতা, কৃষি প্রকল্পের বিভিন্ন সুযোগসুবিধা পেতে আবেদনপত্রের সঙ্গে নথি ইত্যাদি জমা দেন।