মুখ্যমন্ত্রীর আহ্বানে উদ্বুদ্ধ বণিকসভা বৈঠকে বসছে

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : সামাজিক সুরক্ষায় দেশে এক নম্বর স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ। এবার শিল্পকে পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিন আগেই পশ্চিম বর্ধমানের পানাগড়ে এই বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণায় উৎসাহিত দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ বণিকসভা ‘ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ (ফসবেকি)।

আরও পড়ুন- গৃহহীনদের জমির পাট্টা ও দলিল দিল রাজ্য

এই বণিকসভার পক্ষ থেকে রাজ্যে শিল্পে বিনিয়োগের বর্তমান ও ভবিষ্যৎ সংক্রান্ত এক বিশেষ সভার আয়োজন করা হয়েছে রবি ও সোমবার। দু’দিনের এই শিল্পসভার মাধ্যমে ভিনরাজ্যের বিনিয়োগকারীদের উৎসাহিত করার পাশাপাশি শিল্পসংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সংগঠনের সভাপতি রাজেন্দ্রপ্রসাদ খৈতান বলেন, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে ৩৫ জন শিল্পোদ্যোগী এই সভায় অংশ নেবেন। মুখ্যমন্ত্রীর শিল্পসংক্রান্ত ঘোষণাই তাঁদের এই ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে। রানিগঞ্জের স্পোর্টস অ্যাসেম্বলি হলে সভা হবে। মূলত রানিগঞ্জ, জামুড়িয়া ও পানাগড় শিল্পতালুকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটানোর লক্ষ্যেই শিল্পোদ্যোগীদের এই খনিশহরে আহ্বান বলে জানান খৈতান।

Latest article