রবিবার রাতে মেসি-নেইমার দ্বৈরথ

Must read

সাওপাওলো, ৪ সেপ্টেম্বরঃ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে রবিবার রাতে হাইভোল্টেজ ম্যাচ। বিশ্ব ফুটবলের সবথেকে আকর্ষণীয় দ্বৈরথ ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে। বন্ধুত্ব ভুলে মাঠে লড়াই মেসি ও নেইমারের। ঘরের মাঠে এই ম্যাচটি খেলবে সেলেকাওরা। বিশ্বকাপ বাছাইপর্বে টানা সাতটি ম্যাচ জিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামছে তিতের দল। অন্যদিকে, মাস দু’য়েক আগেই ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিও দেশের জার্সি গায়ে প্রথম ট্রফি জিতে অনেক স্বস্তিতে। তার উপর শেষ ম্যাচে মেসির অবদান ছাড়াই বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। দুই দলই রবিবারের মহারণের আগে আত্মবিশ্বাসে ফুটছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর আহ্বানে উদ্বুদ্ধ বণিকসভা বৈঠকে বসছে

তবে এবার কোপা ফাইনাল হারের জবাব দেওয়ার পালা নেইমারদের। আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ম্যাচের আগে ব্রাজিলীয় স্ট্রাইকার রিবেইরো কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন। বলেছেন, ‘‘আমরা জয়ের ছন্দে আছি। বিশ্বকাপের বাছাইপর্বে টানা সাত ম্যাচ জিতেছি। যা একটি রেকর্ড। আর্জেন্টিনাকে হারিয়ে আট নম্বর জয়টা তুলে নেওয়াই আমাদের লক্ষ্য হবে। কোপা ফাইনালে কী হয়েছিল, আমরা মনে রাখতে চাই না। এটা নতুন ম্যাচ, নতুন লড়াই।’’ মেসিদের কোচ লিওনেল স্কালোনি ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে দলকে সতর্ক করে দিয়েছেন। বলেছেন, তিনি ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট। ব্রাজিলের বিরুদ্ধে দল সেরাটাই দেবে। ভেনেজুয়েলার বিরুদ্ধে চোট পেলেও মেসির চোট গুরুতর নয় বলেই খবর। তাই তারকা অধিনায়ককে সামনে রেখেই ব্রাজিল-বধের লক্ষ্যে নামছে কোপা চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন- গৃহহীনদের জমির পাট্টা ও দলিল দিল রাজ্য

এদিকে, মহারণের আগে ব্রাজিল অধিনায়কের ভুঁড়ি নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়। দু’দিন আগে চিলির বিরুদ্ধে ব্রাজিলের জয়ের পরেও আলোচনায় নেইমারের মুটিয়ে যাওয়া। ২৯ বছরের ব্রাজিলীয় ফরোয়ার্ড অবশ্য এসব গায়ে মাখছেন না। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নেইমার তাঁর মনোভাব জানিয়ে দিয়েছেন। ভুঁড়ি নিয়ে হাসি-মস্করা-সমালোচনার জবাব তিনি দিয়েছেন পাল্টা রসিকতায়। সোশ্যাল মিডিয়ায় নেইমার লিখেছেন, ‘‘আমাকে মোটাসোটা দেখানোর কারণ আসলে জার্সির আকার ঠিক না থাকা। আমার ওজন ঠিকই রেখেছি। পরের ম্যাচে আমার জন্য ‘এম’ সাইজের জার্সি বানাতে বলব।’’

Latest article