বয়স নয়, সত্তরোর্ধ্ব মৃৎশিল্পী সুনীলের চিন্তা বৃষ্টি নিয়ে

Must read

সুমন করাতি, হুগলি: বয়সটা ৭৫ হলে কী হবে, এখনও মনে হয় তরতাজা যুবক। না, বয়সের ভারে মোটেই নুয়ে পড়েননি মৃৎশিল্পী সুনীল নাথ। ভদ্রেশ্বর কৃষ্ণপট্টির সুনীলবাবু এবারে ১৭টি দুর্গাপ্রতিমা তৈরি করছেন। প্রতিমাশিল্পে তাঁর অর্ধশতক অতিক্রান্ত। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিমা তৈরি করতে ব্যস্ত। সব কিছুর দাম বেড়েছে, তাই প্রতিমার দাম বাড়াতে বাধ্য হয়েছেন সুনীলবাবুও। এই বয়সেও প্রতিমা তৈরির মধ্যেই জীবনের আনন্দ খুঁজে নেন তিনি। তবুও দুশ্চিন্তা একটাই। তিনটি প্রতিমার এখনও বায়না হয়নি। স্ত্রী সন্ধ্যা তাঁর সঙ্গে সমানে সহযোগিতা করে চলেন, এটা তাঁর কাছে খুশির খবর। শিল্প এবং সংসার চলছে পাশাপাশি। আধাবেড়ার ঘরের মধ্যে চলছে প্রতিমা তৈরির কাজ, একইসঙ্গে চলছে সন্ধ্যার রান্নাবান্নার কাজও। সারাক্ষণের ব্যস্ততা। কারিগর বলতে মাত্র দু’জন। আগে দু’জনেই ৩০-৩৫টি প্রতিমা (Durga Idol making- Rain) তৈরি করতেন। তবে এখন আর সেদিন নেই। তাঁর কর্মশালা থেকে কাছের-দূরের ক্লাবের সদস্যরা প্রতিমা নিয়ে যান। বাজার শুরু হয়েছে বিশ্বকর্মা থেকে। এরপর দুর্গা, লক্ষ্মী, কালী, জগদ্ধাত্রী, সরস্বতী ইত্যাদি ঠাকুর বিভিন্ন প্যান্ডেলে রওনা হবে ৭৫-এর কারখানা থেকে। শিল্পীর হাতের কাজ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। মিষ্টভাষী সুনীলবাবুর বড় চিন্তা, এই বৃষ্টিতে ঠাকুর (Durga Idol making- Rain) কীভাবে শুকোবে, রোদ্দুরের যে দেখা নেই!

আরও পড়ুন- দুর্গাপুজোয় জয়চণ্ডী মন্দিরে এবার আকর্ষণ ডান্ডিয়া উৎসব

Latest article