মণ্ডপে নজরকাড়া কৃষ্ণ অবতার

Must read

অনীশ ঘোষ: বারাসত ৮-এর পল্লি সর্বজনীনের ৪৯তম বর্ষের পুজোর (Durga Puja- Barasat) ভাবনায় শ্রীকৃষ্ণ অবতার। প্রতাপ সার্বভৌমের ভাবনার কৃষ্ণ ও অন্য অবতারদের রূপ ফুটে উঠবে দৃষ্টিনন্দন মণ্ডপে। এই থিমের বাস্তবায়নে প্রায় মাসখানেক ধরে একটানা পরিশ্রম করে চলেছেন স্থানীয় ও নবগ্রামের মণ্ডপশিল্পীরা। নানা কারুকার্যমণ্ডিত মণ্ডপের পাশাপাশি চিরাচরিত ধারা মেনে চিরন্তনী মাতৃপ্রতিমার রূপদান করেছেন মৃৎশিল্পী শম্ভু পাল। তবে প্রতিমার মানানসই উপস্থাপন নিশ্চিতভাবেই মণ্ডপসজ্জার শিল্পস্পর্শে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে জানান পুজো কমিটির সম্পাদক গোরাচাঁদ ঘোষাল। তিনি বলেন, এবার আমাদের ৪৫ ফুট উচ্চতা ও ৪২ ফুট চওড়া মণ্ডপের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ও ভগবান যেভাবে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, তারই কিছু ভাবনা ও নিদর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এর সঙ্গে থাকছে প্রকৃতির নিজস্ব রূপটান। গাছপালা, মেঘ ও পাখিদের আসরে শিল্পীর মনোময়ী প্রতিমা নতুন চমক জোগাবে বলে আশা রাখি। আমাদের মণ্ডপে এলে দেখা মিলবে অন্য ভারতের। কৃষ্ণের সঙ্গে ও মাতৃভাবনার মিশেল সব বয়সের মানুষের নিশ্চিত নজর ও মন কাড়বে। জানা গেল, শুক্রবার মহাষষ্ঠীর সন্ধ্যায় বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার এবং পল্লির অভিভাবক এবং এই পুজোর মুখ্য পৃষ্ঠপোষক বারাসতের (Durga Puja- Barasat) পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় আকর্ষণীয় মণ্ডপ ও প্রতিমার আবরণ উন্মোচন করবেন।

আরও পড়ুন- পেট ভরে নয় পুজোয় খান মন ভরে

Latest article