স্বামীর মা-বাবাকে সেবা করা স্ত্রীরও দায়িত্ব : হাইকোর্ট

Must read

প্রতিবেদন : নিজের পরিবারের থেকে স্বামীকে দূরে সরাতে একেবারে হাইকোর্টের (Jharkhand High Court) দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। বিবাহবিচ্ছেদ চেয়ে মামলাও দায়ের করেন। কিন্তু উল্টে মহিলাকেই চরম ভর্ৎসনা করল হাইকোর্ট। ভারতীয় সংস্কৃতি মেনে স্বামীর মা-বাবা ও তাঁর পরিবারের বয়স্কদের যে সেবা করতেই হবে স্ত্রীকে, এই যুক্তি দেখিয়ে বলা হয়, এই মামলায় বিবাহবিচ্ছেদ চাইতে পারেন না স্ত্রী। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court)। স্বামীর পরিবারের সদস্যদের সেবা করতে করতে ক্লান্ত। এমন অভিযোগ জানিয়েই আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন ঝাড়খণ্ডের ওই মহিলা। সেই মামলায় ২৫ পাতার রায়ে বিচারপতি সুভাষ চাঁদ উল্লেখ করেন ভারতীয় সংস্কৃতির পরম্পরার কথা। মামলার রায়ে তিনি লিখেছেন, স্বামীর দায়িত্বের সঙ্গে স্ত্রীর দায়িত্বের কোনও ফারাক নেই। স্বামীর মা-বাবাকে সেবা করা স্বামীর পাশাপাশি একজন স্ত্রীরও দায়িত্ব। সেই দায়িত্ব ভারতীয় সংস্কৃতি অনুসারে অস্বীকার করতে পারেন না স্ত্রী। বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে আদালত রায়ে সাফ জানিয়েছে, ওই মহিলাকে সংসার করতেই হবে। অযৌক্তিক কারণে বিবাহবিচ্ছেদ চাওয়া যায় না। আদালত জানতে চায় এমন বিয়ের মানে কি? এমনকী মহিলা যে অন্তর্বর্তীকালীন খোরপোশ পাচ্ছিলেন তাও বন্ধ করে দিয়েছে আদালত। তবে সন্তানের দায়িত্ব স্বামীকেই নিতে হবে নির্দেশে স্পষ্ট জানিয়েছে আদালত।

আরও পড়ুন- জ্ঞানবাপী মসজিদ নিয়ে উসকানিমূলক বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

Latest article