হিমাচল প্রদেশে ভূমিকম্প, মান্ডিতে ২.৮ মাত্রার ভূমিকম্প

উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভব করেন ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকার বাসিন্দারা।

Must read

আজ রবিবার ২৪শে সেপ্টেম্বর সকালে হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি জেলায় রিখটার স্কেলে ২.৮ মাত্রার একটি মৃদু ভূমিকম্প (Earthquake) হয়। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে সকাল ৪.৫২ টার দিকে কম্পন অনুভূত হয় এবং ভূমিকম্পটি ৪ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হিমাচলের চাম্বা জেলায় ২.১ মাত্রার ভূমিকম্প হয়। রাত ৯.১৫র দিকে কম্পন অনুভূত হয় এবং ভূমিকম্পটি ৫ কিলোমিটার গভীরে হয় বলে জানা গিয়েছে। এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন-চারু মার্কেটে রাস্তার উপর বাড়ি ভেঙে পড়ল, জখম পথচারী

উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভব করেন ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ইয়াঙ্গুন থেকে ৩৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায় নি।

Latest article