চারু মার্কেটে রাস্তার উপর বাড়ি ভেঙে পড়ল, জখম পথচারী

শনিবার চারু মার্কেট (Charu Market) এলাকার রাস্তার উপর হঠাৎ করেই ভেঙে পড়ল বাড়ির সিংহভাগ অংশ। সকালে বৃষ্টি হচ্ছিল শহর জুড়েই।

Must read

শনিবার চারু মার্কেট (Charu Market) এলাকার রাস্তার উপর হঠাৎ করেই ভেঙে পড়ল বাড়ির সিংহভাগ অংশ। সকালে বৃষ্টি হচ্ছিল শহর জুড়েই। এরমধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো একটি বাড়ি। চারু মার্কেট থানা এলাকার অন্তর্গত ডিপিএস রোডে এই বাড়িটি ভেঙে পড়ায় আহত হন এক পথচারী। যদিও কলকাতা পুরসভার পক্ষ থেকে বিপজ্জনক বাড়ির নোটিশ আগেই দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-ব্রিজভূষণ সিং প্রতিটি সুযোগে কুস্তিগীরদের হয়রানি করেছেন, আদালতে জানাল দিল্লি পুলিশ

জানা গিয়েছে, শনিবার সকালে চারু মার্কেট থানা এলাকার ডিপিএস রোডে বাড়ি ভেঙে পড়তেই ওই ব্যক্তির চিৎকারে এবং বাড়ি ভাঙার শব্দে লোকজন এগিয়ে আসে। ওই ব্যক্তিকে পাশের এক ক্লিনিক নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। ওই ব্যক্তির সঙ্গে একজন মহিলাও ছিলেন। তিনিও আহত। এরপর তাদের এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন-চোখের সামনে স্ত্রীকে ‘গণধর্ষণ’, যোগীরাজ্যে একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা দম্পতির

পুলিশের তরফে খবর, ব্যক্তির মাথায় বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ে। মাথায় ৭টা স্টিচ পড়েছে। ঘটনার পরে পুরসভার কর্মীরা গাছের ডাল কেটে বাড়ির ভেঙে পড়া অংশ সরানোর কাজ শুরু করেন। ঘটনাস্থলে এসে চারু মার্কেট থানার পুলিশ বিষয়টি দেখেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই পুরনো বাড়িতে কেউ থাকতেন না। বড় কোনও দুর্ঘটনার হাত থেকে তাই রেহাই পাওয়া গিয়েছে। এই বাড়ির নীচে বেশ কয়েকটি দোকান আছে। এই দোকানগুলির সামনে পুরনো বাড়ির বড় অংশ ভেঙে পড়ে।সেখানেও দুর্ঘটনার আশঙ্কা ছিল তবে ক্ষতির খবর নেই।

Latest article