ইস্টবেঙ্গলের সামনে আজ মুম্বই চ্যালেঞ্জ

এই ম্যাচেও চোট আঘাত সমস্যা রয়েছে ইস্টবেঙ্গলে। গোড়ালির চোটের কারণে খেলতে পারবেন না স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজ

Must read

প্রতিবেদন : এবারের আইএসএলে আর কিছু পাওয়ার নেই ইস্টবেঙ্গলের। প্লে-অফে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছে। তবু শেষ দুই ম্যাচ জিতে সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। লিগের এক নম্বর দল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে আজ রবিবার অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এরপর শেষ ম্যাচটা ডার্বি। শনিবার ক্লেটন সিলভারা মুম্বই রওনা হন। সদ্য লিগের এক নম্বর দল হয়ে লিগ-শিল্ড জিতেছে মুম্বই সিটি। কিন্তু শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র কাছে হেরে এবারের আইএসএলে অপরাজেয় তকমা হারিয়েছে দেস বাকিংহামের দল। বেঙ্গালুরুর লড়াইটাই তাতাচ্ছে ইস্টবেঙ্গলকে।

আরও পড়ুন-আবাস যোজনার টাকা নিয়েও বাড়ি তৈরি করেননি, দুর্নীতিতে জড়ালেন বিজেপি নেতার মা-দাদা

শুধু তাই নয়, মরশুমের শুরুতেই ডুরান্ড কাপে মুম্বই সিটিকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই জয়টাও রবিবারের ম্যাচের আগে ক্লেটনদের কাছে মোটিভেশন। ডার্বির আগে তাই মুম্বই-বধের লক্ষ্যে লাল-হলুদ। শহর ছাড়ার আগে কোচ স্টিফেন বলেছেন, ‘‘মুম্বইকে হারানো যায় সেটা তো প্রমাণিত। ওরা আগের ম্যাচেই ‘অপরাজিত’ তকমা হারিয়েছে। বেঙ্গালুরু ওদের হারিয়েছে। ফুটবলে কোনও দলই অপরাজেয় নয়। তবে কঠিন ম্যাচ। আমরাও এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেতে পারি।’’

আরও পড়ুন-আজ দিনহাটায় ঘেরাও নিশীথের বাড়ি

এই ম্যাচেও চোট আঘাত সমস্যা রয়েছে ইস্টবেঙ্গলে। গোড়ালির চোটের কারণে খেলতে পারবেন না স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজ। দু-একজনের জ্বর, অসুস্থতা রয়েছে। তবু স্টিফেন মনে করেন, যাঁরা রয়েছেন তাঁদের নিয়েই মুম্বইকে হারানো সম্ভব। এদিকে, জার্সি ছুঁড়ে বিতর্কে জড়ানো ডিফেন্ডার অঙ্কিত মুখোপাধ্যায়ের সঙ্গে চুক্তি বাতিল করল ইস্টবেঙ্গল।
এদিকে, শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের গ্রন্থাগারের উদ্বোধন হল। ক্লাব টেন্টে এই গ্রন্থাগার উদ্বোধন করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার ।

Latest article