হিজাজিকে দেখে নিলেন কুয়াদ্রাত, ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র ডায়মন্ড হারবারের

Must read

প্রতিবেদন : আই লিগের তৃতীয় ডিভিশনে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (East Bengal-DHFC)। লিগের সম্ভাব্য প্রথম একাদশকেই বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পরখ করে নিলেন কোচ কিবু ভিকুনা। লাল-হলুদের বিরুদ্ধেই সোমবার কলকাতা লিগে নিয়মরক্ষার ম্যাচ খেলবে কিবুর দল।
আই লিগের জন্য ডায়মন্ড হারবারে (East Bengal-DHFC) নতুন সই করা জবি জাস্টিনের মতো বড় ক্লাব খেলা ফুটবলার, মিজো স্ট্রাইকার কার্লোস এদিন প্রস্তুতি ম্যাচে ভাল খেলেন। অন্যদিকে, এফসি গোয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে ভুলত্রুটি শুধরে নেওয়ার লক্ষ্যে এদিন দলের রক্ষণভাগের পরীক্ষা নিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। ম্যাচের প্রথমার্ধে ডায়মন্ড হারবারেরই দাপট ছিল। গোলের সুযোগও নষ্ট করে তারা। বিরতির আগে অন্তত তিনটি সহজ সুযোগ পেয়েছিল কিবুর দল। কিন্তু জবি, কার্লোস এবং রাহুল পাসোয়ান বল জালে জড়াতে ব্যর্থ। দ্বিতীয়ার্ধে মূলত মাঝমাঠে খেলা হলেও ইস্টবেঙ্গল একটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করে। দু’দলই এদিন টিম কম্বিনেশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে।
ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত এদিন রক্ষণে জোস পারদোর পাশে জর্ডনের নতুন সেন্টার ব্যাক হিজাজি মাহেরকে দেখে নেন। প্রস্তুতি ম্যাচ হলেও মাহেরকে প্রথম দিন দেখে সন্তুষ্ট নন ইস্টবেঙ্গল কোচ। বল ডিস্ট্রিবিউশন, কভারিং বা ট্যাকলিংয়ে খামতি রয়েছে। তবে কুয়াদ্রাত আশাবাদী। এদিন প্রস্তুতি ম্যাচে ক্লেটন সিলভা, নাওরেম মহেশরা খেলেননি। প্রথম দলের নিশু কুমার, পারদোর সঙ্গে মূলত রিজার্ভ বেঞ্চের ফুটবলারদেরই এদিন খেলান ইস্টবেঙ্গল কোচ। মাহেরের সঙ্গে অজয় ছেত্রী, সৌভিক, ভি পি সুহেররা খেলেন। লাল-হলুদের গোলে আদিত্য পাত্র এদিন ভাল খেলেন। আইএসএলে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ৪ নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে।

আরও পড়ুন- আলিপুর জেল মিউজিয়ামে রাজ্যের বিজয়া সম্মিলনী

Latest article