জার্ভিসকে নিয়েই গোয়ায় ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের। এই ম্যাচ খেলার জন্য মঙ্গলবার গোয়ায় পা রাখল লাল-হলুদ।

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার আইএসএলে এফসি গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের। এই ম্যাচ খেলার জন্য মঙ্গলবার গোয়ায় পা রাখল লাল-হলুদ। বিদেশি জ্যাক জার্ভিসকে নিয়েই গোয়ায় গিয়েছে তারা। ইতিমধ্যে টানা ২০ দিন দলের সঙ্গে অনুশীলন করছেন ইংল্যান্ডের এই উইঙ্গার। কিন্তু ট্রান্সফার ব্যান না ওঠার জন্য জার্ভিসকে সই করাতে পারছে না লাল-হলুদ। যদি বুধবারের মধ্যে রেজিস্ট্রেশন ব্যান উঠে যায় তাহলে জার্ভিসকে গোয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে। কিন্তু না উঠলে এই ইংলিশ উইঙ্গারের খেলার কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন-লিগে খারাপ ফল, এটিকে’কে কড়া চিঠি দিচ্ছে মোহনবাগান, এবার আত্মপ্রকাশ স্পোর্টস অ্যাকাডেমির

হারের হ্যাটট্রিকে জর্জরিত ইস্টবেঙ্গল। দলের পারফরম্যান্সে খুশি নন লাল-হলুদ সমর্থকরা। তাঁরা কোচের সমালোচনা করছেন। পাশাপাশি ট্রান্সফার ব্যানের জন্য কর্তাদের বিরুদ্ধেও খেপে রয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে বেশ অস্বস্তিতে লাল-হলুদ। আইএসএল টেবিলে পাঁচ নম্বরে রয়েছে প্রতিপক্ষ গোয়া। তাদের পয়েন্ট ২৩। উল্টোদিকে ইস্টবেঙ্গল রয়েছে নবম স্থানে। তাদের পয়েন্ট ১২। গোয়া ম্যাচের আগে সমর্থকদের আশার বাণী শোনালেন গোলরক্ষক কমলজিৎ। তিনি বলেন, ‘‘গোয়ার বিরুদ্ধে ভাল ফুটবল খেলার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ওরা শক্তিশালী প্রতিপক্ষ। তবে জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’’

Latest article