লিগে খারাপ ফল, এটিকে’কে কড়া চিঠি দিচ্ছে মোহনবাগান, এবার আত্মপ্রকাশ স্পোর্টস অ্যাকাডেমির

এদিন কর্মসমিতির সভায় সিদ্ধান্ত হয়েছে, মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন হবে আগামী ২১ ফেব্রুয়ারি ভাষাদিবসের দিন।

Must read

প্রতিবেদন : আইএসএলে এবার প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না মোহনবাগান। জুয়ান ফেরান্দোর দলের পারফরম্যান্সে হতাশ ক্লাবের কর্মসমিতির সদস্যরা। মোহনবাগান কর্মসমিতিতে থাকা দুই প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে ফুটবল দলের পারফরম্যান্স নিয়ে সরব হন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নয়, ফুটবল বিভাগের দায়িত্বে থাকা সঞ্জীব গোয়েঙ্কার সংস্থাকে কড়া চিঠি দেওয়া হবে।

আরও পড়ুন-লজ্জা! খুনি-ধর্ষক রাম রহিমকে নিয়ে স্বাধীনতা দিবস পালন বিজেপি নেতাদের

বৈঠক শেষে সচিব দেবাশিস দত্ত সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘আইএসএলে এই মুহূর্তে আমাদের সবার প্রিয় মোহনবাগান ক্লাব যেভাবে পারফরম্যান্স করছে, তাতে কর্মসমিতির সদস্যরা কেউ খুশি নয়। মোহনবাগান ক্লাবের হার বা ড্র কেউ মেনে নিতে পারে না। ওরা নিশ্চয় ভাল কিছু করার চেষ্টা করছে। কিন্তু মাঠে খেলছে মোহনবাগান। পারফরম্যান্সের উন্নতি ঘটানোর জন্য আমরা সকলেই দায়বদ্ধ। আমরাও তো এতদিন ফুটবল দল চালিয়েছি। তাই আমাদেরও অভিজ্ঞতা রয়েছে। আমরা যদি যৌথভাবে সমস্যা সমাধানের চেষ্টা করি, তাহলে নিশ্চয় সফল হতে পারি। তাই এদিন সিদ্ধান্ত হয়েছে, আমাদের ভাবনাচিন্তা লিখিতভাবে ওদের জানাব।’’

আরও পড়ুন-নেতাজি আতঙ্কবাদী! বিজেপি বিধায়কের মন্তব্যে নিন্দার ঝড়

মঙ্গলবারই মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমি আত্মপ্রকাশ করল। কর্মসমিতির বৈঠকের পর বেসরকারি সংস্থা স্কোয়্যার সার্কেলের সঙ্গে গাঁটছড়া বাঁধল ক্লাব। এই সংযুক্তিকরণই সবুজ-মেরুনের স্পোর্টস অ্যাকাডেমিকে এগিয়ে নিয়ে যাবে। আপাতত ক্রিকেট দিয়েই অ্যাকাডেমির পথ চলা শুরু হচ্ছে। শহর এবং বাংলার বড় স্কুলগুলিতে ক্রিকেট কোচিং সেন্টার শুরু করবে মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমি। শুরুতে শহরের একটি নামী স্কুলে ক্রিকেট কোচিং সেন্টারের উদ্বোধন হবে। নামী ক্রিকেট ব্যক্তিত্বকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ক্লাবের। অ্যাকাডেমির টেকনিক্যাল দিকটা দেখবে ক্লাব। আর্থিক দিকটা দেখবে নতুন বিনিয়োগকারী সংস্থা। অ্যাকাডেমির মূল স্বত্ব থাকবে ক্লাবের হাতেই।

আরও পড়ুন-খবর গোপন করায় জরিমানা হল এয়ার ইন্ডিয়ার

এদিন কর্মসমিতির সভায় সিদ্ধান্ত হয়েছে, মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন হবে আগামী ২১ ফেব্রুয়ারি ভাষাদিবসের দিন। উদ্বোধন করবেন একজন বিশিষ্ট সাহিত্যিক। চুনী গোস্বামী নামাঙ্কিত ক্লাবের প্রবেশদ্বারের উদ্বোধন হবে ২৪ মার্চ। প্রদীপ বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত ক্লাবের জিমন্যাসিয়ামের উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

Latest article