ডার্বি হার ভুলে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

স্টিফেনের সহকারী ভেঙ্কটেশ

Must read

প্রতিবেদন : ডার্বি (Derby- East Bengal) হার ভুলে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে স্টিফেন কনস্ট্যান্টাইনের দলের সামনে চেন্নাইয়িন এফসি। যুবভারতীতে সমর্থকদের সামনে লিগের দ্বিতীয় জয়ের খোঁজে নামবে ক্লেটন সিলভারা। ডার্বিতে (Derby- East Bengal) চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে লড়াকু ফুটবল খেললেও একাধিক ভুলের খেসারত দিতে হয়েছিল স্টিফেনের দলকে। রক্ষণের ভুলের পাশাপাশি গোলরক্ষক কমলজিৎ সিংয়ের ভুলে গোল হজম করতে হয়েছে। চেন্নাইয়িনের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে রক্ষণ মেরামতে ব্যস্ত থাকার পাশাপাশি গোলরক্ষকদের তীক্ষ্ণতা বাড়ানোর দিকেও নজর দিয়েছেন লাল-হলুদের সাহেব কোচ। কিন্তু কমলজিতের পরিবর্তে পবন কুমার বা শুভম সেনকে চেন্নাইয়িন ম্যাচে স্টিফেন খেলাবেন কি না, তা স্পষ্ট নয়। কমলজিতের অভিজ্ঞতাতেই ভরসা রাখতে পারেন ইস্টবেঙ্গল কোচ। তবে রক্ষণ এবং মাঝমাঠের কম্বিনেশনে বদল আনতে পারেন স্টিফেন। বৃহস্পতিবার অনুশীলন শেষে চেন্নাইয়িন ম্যাচের দল চূড়ান্ত করবেন ইস্টবেঙ্গল কোচ।

আরও পড়ুন-একনম্বর জায়গা নিয়ে আর ভাবি না : নাদাল

মোহনবাগানকে হারিয়ে কলকাতা থেকে তিন পয়েন্ট নিয়ে গিয়েছে চেন্নাইয়িন এফসি। কোয়ামে কারিকারির মতো বিদেশিকে সামলাতে গিয়ে হিমশিম খেয়েছিল জুয়ান ফেরান্দোর দলের রক্ষণ। তাই যুবভারতীতে নতুন লড়াইয়ে নামার আগে সতর্ক লাল-হলুদ শিবির। লাল-হলুদের অনুশীলনে স্পষ্ট, ক্লেটন সিলভা, সেমবোই হাওকিপ, কিরিয়াকুদের নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলেই জয়ের জন্য ঝাঁপাতে চাইছেন কনস্ট্যান্টাইন। এদিকে, বৃহস্পতিবারই ইস্টবেঙ্গলের সহকারী কোচ হিসেবে যোগ দিচ্ছেন স্টিফেনের প্রাক্তন ছাত্র সম্মুগম ভেঙ্কটেশ। ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার বুধবার রাতেই শহরে এলেন। ইস্টবেঙ্গলে খেলার পাশাপাশি স্টিফেনের কোচিংয়ে যেমন খেলেছেন, আবার ভারতীয় দলে ব্রিটিশ কোচের সহকারীর দায়িত্বও পালন করেছেন ভেঙ্কটেশ।

Latest article