ইস্টবেঙ্গলের চোখ লিগে জয়ের ছন্দেই

Must read

প্রতিবেদন : ডুরান্ড কাপ ফাইনালে ডার্বি হারের হতাশা কাটিয়ে কলকাতা লিগে নতুন লড়াইয়ে নামছে ইস্টবেঙ্গল (East bengal)। তবে ঘরোয়া লিগে লাল-হলুদের জুনিয়র দলই নজর কাড়ছে। বৃহস্পতিবার কলকাতা প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। এটাই গ্রুপ পর্বে শেষ ম্যাচ দু’দলের। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে শীর্ষে ইস্টবেঙ্গল। আগেই সুপার সিক্স নিশ্চিত হয়ে গিয়েছিল লাল-হলুদের।
জর্জের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বিনো জর্জের দল। কলকাতা লিগে ইস্টবেঙ্গল (East bengal) কোচের দায়িত্বে থাকা বিনো বললেন, ‘‘ডুরান্ড ফাইনালের পর কয়েকদিনের বিরতি খেলোয়াড়দের তরতাজা হতে সাহায্য করেছে। আমাদের শিবিরের প্রত্যেকে চাঙ্গা এবং আত্মবিশ্বাসী। জর্জ টেলিগ্রাফ লড়াকু দল। তবে আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’’
ইস্টবেঙ্গলের সিনিয়র দল আইএসএলের প্রস্তুতি শুরু করছে আগামী রবিবার থেকে। অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডন এলসে বড় চোট পেয়ে কয়েকমাসের জন্য ছিটকে গিয়েছেন। তবে তাঁর পরিবর্ত নিয়ে ধীরে চলো নীতি নিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। যদিও এক কর্তা জানিয়েছেন, তাঁরা জর্ডনের বিকল্প ফুটবলার নেবেন। ভাল মানের বিদেশি ডিফেন্ডারের খোঁজে রয়েছে দল। ট্রান্সফার উইন্ডো না থাকায় ক্লাবহীন ফ্রি ফুটবলারই এখন নিতে পারবে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, প্যালেস্তিনীয় ডিফেন্ডারের নাম।

আরও পড়ুন- জাতীয় সাঁতারে ৪ সোনা ও রুপো বাংলার শাশ্বতর

Latest article