আইএসএলেই খেলবে ইস্টবেঙ্গল: মুখ্যমন্ত্রী পাশে আছেন, দাবি লাল-হলুদ কর্তার

Must read

প্রতিবেদন : আসন্ন মরশুমেও ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব আইএসএলে খেলবে। বুধবার আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন ক্লাব কর্তারা। সেখানেই বারবার মুখ্যমন্ত্রীর নাম উঠে এসেছে তাঁদের মুখে। একই সঙ্গে নতুন বিনিয়োগকারী সংস্থা কে হবে, সেই ছবিটাও আগামী দু’সপ্তাহের মধ্যেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন লাল-হলুদ কর্তারা।

দেবব্রত সরকারের বক্তব্য, ‘‘শ্রী সিমেন্ট যে স্পোর্টিং রাইটস ছেড়ে দিচ্ছে সেটা গত ১৭ ফেব্রুয়ারি স্বয়ং মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে জানিয়েছিলেন। উনি বলেছিলেন, তোমরা নতুন বিনিয়োগকারী খোঁজা শুরু করে দাও। আমি পাশে আছি। ওঁকে তখনই বলেছিলাম, যা করার আপনাকেই করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী চান শুধু ইস্টবেঙ্গল নয়, মহামেডানও আইএসএল খেলুক। আমরা ওঁর কথা মতো বেশ কিছু সংস্থার সঙ্গে কথা বলছি। আশা করছি, আগামী ১০-১৫ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারব।’’

আরও পড়ুন-বায়ার্নকে ছিটকে দিল ভিয়ারিয়াল

প্রশ্ন উঠছে, যে ১১ জন ফুটবলারের প্রায় আড়াই কোটি টাকার মতো বকেয়া রয়ে গিয়েছে, সেই টাকা কে মেটাবে। শ্রী সিমেন্টের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই অর্থ ক্লাব কর্তাদেরই মেটাতে হবে। যদিও দেবব্রতবাবুর বিশ্বাস, শেষ পর্যন্ত এই বকেয়া সদ্যপ্রাক্তন বিনিয়োগকারী সংস্থাই মিটিয়ে দেবে। ইস্টবেঙ্গল ক্লাব অথবা নিজেদের ভাবমূর্তি কলুষিত কববে না শ্রী সিমেন্ট। না হলে আইনজীবীদের পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ নেবে ক্লাব।

ময়দানে জোর চর্চা, আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) বিনিয়োগকারী সংস্থার ভূমিকায় বাংলাদেশের বসুন্ধরা গ্রুপকে দেখা যেতে পারে। এই প্রসঙ্গে দেবব্রতবাবুর বক্তব্য, ‘‘ওদের সঙ্গে আলোচনা চলছে। ওরা এই বিষয় নিয়ে আপাতত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলা শুরু করেছে। সেখান থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’

Latest article