পাশের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর

Must read

প্রতিবেদন : মাধ্যমিকের ফলাফলে (Madhyamik Result 2022) এবার জেলার জয়জয়কার। পাশের হারে প্রথম দশে জায়গা করে নিয়েছে দুই বঙ্গের জেলা। এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর (East Midnapore)। এখানে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। দ্বিতীয় কালিম্পং। পাশের হার ৯৪.৭১ শতাংশ। এই জেলায় পাশ করেছেন ৯৪.৭১ শতাংশ পরীক্ষার্থী। তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৯৪.৬২। চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। পাশের হার প্রায় ৯৪.৩৬ শতাংশের বেশি। পাশের হারে পঞ্চম উত্তর ২৪ পরগনা। পাশের হার ৯১.৯৮ শতাংশ। ষষ্ঠ দক্ষিণ ২৪ পরগনা। পাশের হার ৮৯.০৮ শতাংশ। সপ্তম ঝাড়গ্রাম। পাশের হার ৯২.৫৯ শতাংশ। সব মিলিয়ে দেখা যাচ্ছে জেলা এগিয়ে রয়েছে কলকাতার চেয়ে।

আরও পড়ুন: রৌনকে উজ্জ্বল

Latest article