রৌনকে উজ্জ্বল

Must read

সংবাদদাতা, মেদিনীপুর : ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের রৌনক মণ্ডল রাজ্যের মধ্যে যুগ্মভাবে ভাবে দ্বিতীয় স্থান অধিকার করল। সেই সঙ্গে রাজ্যের মেধাতালিকায় এই প্রথম একসঙ্গে জেলার ছয় পড়ুয়া স্থান করে নিল। জেলায় ঘাটালের কোন্নগরের বাসিন্দা রৌনক মণ্ডল (Rounak Mondal) মাধ্যমিকে (Madhyamik Result 2022) দ্বিতীয় স্থান অধিকার করে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের নাম যথার্থ অর্থেই ‘উজ্জ্বল’ করেছে। রৌনকের (Rounak Mondal) প্রাপ্ত নম্বর ৬৯২। তাঁর বাবা তাপস কুমার মণ্ডল পেশায় ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়েরই শিক্ষক। অন্যদিকে, জেলায় মেয়েদের মধ্যে প্রথম শ্রেয়সী ভুঁইয়া মেধাতালিকায় অষ্টম স্থানে আছেন। প্রাপ্ত নম্বর ৬৮৬। শ্রেয়সী পিংলার ধনেশ্বরপুর রাখাল চন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং বাসুদেবপুরের বাসিন্দা। তাঁর বাবা ব্রজগোপাল ভুঁইয়া এবং মা দু’জনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এদিকে, মেধাতালিকায় সপ্তম স্থান অধিকার করেছেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র রনিত সাউ ও চন্দ্রকোনা টাউনের মল্লেশ্বরপুর সারদা উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাশ্বত সিং। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৮৭। অষ্টম স্থানে শ্রেয়সী ভুঁইয়া ছাড়াও আছেন, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের আর এক ছাত্র দেবমাল্য নিয়োগী। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। অপরদিকে ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থানে ডেবরার রাধামোহনপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অয়ন কুমার পাল।

আরও পড়ুন: পাশের হারে এগিয়ে ছাত্রেরা

Latest article