কলকাতার পাশেই গড়ে উঠছে ইকো-পার্ক

ওই এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে যার সূচনা করলেন এলাকার বিধায়ক সমীর পাঁজা। তিনি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।

Must read

সংবাদদাতা, হাওড়া : উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর রায়বাঘিনি রানি ভবশঙ্করী স্মৃতি পর্যটনকেন্দ্রকে ঘিরে গড়ে উঠবে ইকো-পার্ক। প্রস্তাবিত ওই ইকো-পার্কে থাকছে গেস্ট হাউস, ইকো-কর্টেজ, জলাধার ও মাছ-চাষের উপযোগী ঝিল, শিশুবান্ধব খেলনা, বয়স্ক-বয়স্কাদের আড্ডার জায়গা, প্রাতঃভ্রমণের ব্যবস্থা, ক্যাফেটেরিয়া, অর্কিড গার্ডেন, ভেষজ গাছের উদ্যান, নার্সারি, প্রজাপতি উদ্যান প্রভৃতি। ওই এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে যার সূচনা করলেন এলাকার বিধায়ক সমীর পাঁজা। তিনি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।

আরও পড়ুন-কন্যাশ্রী রুখবে বাল্যবিবাহ, বাড়বে শিক্ষা

উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি ও স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বিধায়ক সমীর পাঁজা ছাড়াও বিডিও প্রবীরকুমার সিট, পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সমীর পাঁজা জানান, ‘এই পর্যটনকেন্দ্রটিকে একটি ইকো-পার্ক হিসেবে তৈরি করে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা হবে। যার কাজ শুরু হল। দ্রুত এই কাজ শেষ করা হবে।’ কলকাতার খুব কাছেই এই নতুন ইকো-পার্ক নিঃসন্দেহে আকর্ষণীয় হয়ে উঠবে। বিশেষ করে শীতকালে। এইসব এলাকায় পিকনিকও করা সম্ভব। মুখ্যমন্ত্রী বারে বারে জাের দিয়েছেন প্রকৃতিকে রক্ষা করার জন্য। এই নির্দেশের ভিত্তিতে পঞ্চায়েতস্তর থেকে প্রকৃতি রক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। নতুন নতুন ইকো-পার্ক তৈরি হচ্ছে। উদয়নারায়ণপুরের এই ইকো-পার্ক আর এক মাইলস্টোন তৈরি করল।

Latest article