ইকুয়েডরের সহজ জয়

Must read

দোহা, ২০ নভেম্বর : গড়াপেটার জল্পনা উড়িয়ে দিয়ে কাতারকে (Qatar vs Ecuador) ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইকুয়েডর। জোড়া গোল করে ম্যাচের নায়ক এনার ভ্যালেন্সিয়া। ম্যাচের শুরুতেই অফসাইডের জন্য একটি গোল বাতিল না হলে এদিন চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করে ফেলতেন ভ্যালেন্সিয়া।
মাঠে বল গড়ানোর আগেই এই ম্যাচ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। খবর রটে যায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আয়োজক কাতারকে ম্যাচ ছেড়ে দেবে ইকুয়েডর। যদিও বাস্তবে তা ঘটেনি। বরং আগাগোড়া প্রাধান্য রেখে ম্যাচ জিতল ইকুয়েডর। একগাদা সুযোগ নষ্ট না করলে ম্যাচটা আরও বড় ব্যবধানে জিততে পারতেন ভ্যালেন্সিয়ারা। খেলার তিন মিনিটেই হেডে গোল করেছিলেন ভ্যালেন্সিয়া। কিন্তু ভার প্রযুক্তির সাহায্যে সেই গোল বাতিল করেন রেফারি।
তবে ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে (Qatar vs Ecuador) এগিয়ে দেন ভ্যালেন্সিয়া-ই। ৩১ মিনিটে তাঁর দ্বিতীয় গোল জোরালো হেডে। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি কাতার। জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে স্নায়ুর চাপে ভুগেছেন কাতারের ফুটবলাররা। বিরতির পর অবশ্য তাঁদের খেলায় কিছুটা উন্নতি হয়। প্রসঙ্গত, এই প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হেরে গেল কোনও আয়োজক দেশ। নজির গড়েই শুরু হল কাতার বিশ্বকাপ।

আরও পড়ুন-বিশ্বকাপ ফুটবল মিলিয়ে দিল বিশ্বকে

Latest article