প্রতিবেদন : লোকসভা নির্বাচনে আগে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে বিজেপি। তৃণমূল নেতাদের বাড়িতে ষড়যন্ত্র করে পাঠাচ্ছে সিবিআই-ইডিকে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতেও ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে ইডি। কেন্দ্রের শাসক দলের প্রতিহিংসা ও কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তার বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে আশ্বস্ত করেন চন্দ্রনাথ সিংহকে। তাঁকে লোকসভা ভোটে প্রচারে বেরিয়ে পড়তে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-এনআরসি আতঙ্কে আত্মঘাতী, বাড়িতে গেলেন মমতাবালা
শনিবার দুপুরে চন্দ্রনাথ সিংহকে ফোন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বার্তা পেয়েই তিনি কালবিলম্ব না করে প্রচারে বেরিয়ে পড়েন। বিদায়ী সাংসদ তথা বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে ইলামবাজারে প্রচারে বের হন তিনি। ইলামবাজারে তিনি শিক্ষক সেলের বৈঠকে যোগ দেন। মুখ্যমন্ত্রীর এক ফোনেই ফের ভোট প্রচারে সক্রিয় হয়ে ওঠেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁকে সাহস দিয়ে জানিয়েছেন, প্রতিহিংসার সঙ্গে মিথ্যাচারের রাজনীতি চালাচ্ছে কেন্দ্রের শাসক দল। একসঙ্গে এই দীর্ঘ লড়াইয়ের মোকাবিলা করতে হবে। মানুষই জবাব দেবে ওদের। সেই মতো মুখ্যমন্ত্রীর কথা মেনে লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে পড়েন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। শনিবার বিকেলেই যোগ দেন ইলামবাজারের দলীয় কর্মসূচিতে।