দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-চন্দ্রনাথের বাড়িতে ইডি, নেত্রীর ফোন

কতকাল

আর কতকাল
আর কতদিন
ভাবতে ভাবতে
যাবে চলে দিন।।

আর কত গালি
থালাগুলি খালি
শুধু চুলোচুলি
জীবন হবে ধূলি।।

ভাবনার তৃষা
অজানা এক দিশা
চলতে চলতে
ডাকে এক ঊষা।।

মন্থরার দর্পণ
অর্পণ তর্পণ
বিশ্ব নখদর্পণ
বিবর্ণ জীবন।।

ত্রিফলা ত্রিপর্ণ
দিনরাত সব জীর্ণ
নিঃশ্বাস বইছে
কর্মজগৎ চলছে।।

কাল ক্ষণ দিন
সব হয়েছে লীন
মনটা হচ্ছে ক্ষীণ
একটু বিশ্রাম দিন।।

Latest article