এনআরসি আতঙ্কে আত্মঘাতী, বাড়িতে গেলেন মমতাবালা

বৃহস্পতিবার ঘটনার কয়েক ঘণ্টা পরেই পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস। সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

Must read

প্রতিবেদন : নাগরিকত্ব আইন (NRC) চালু হলে জেলে যেতে হবে নাকি দেশ ছেড়ে চলে যেতে হবে? এই আতঙ্কেই দক্ষিণ কলকাতার নেতাজিনগরের (Netajinagar) ৩৭ বছরের যুবক দেবাশিস সেনগুপ্ত আত্মহত্যা করেন। কেন্দ্রের এই কালাকানুনের বিরুদ্ধে দেশের মধ্যে সবচেয়ে বেশি সরব তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

আরও পড়ুন-গ্রেফতার-জামিন-বন্ডে টাকা, কেজরির ঘটনায় প্রশ্নে ইডি

বৃহস্পতিবার ঘটনার কয়েক ঘণ্টা পরেই পরিবারের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস। সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। শনিবার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করলেন মতুয়া মহাসংঘের মমতাবালা ঠাকুর। সঙ্গে ছিলেন এলাকার কাউন্সিলর অরূপ চক্রবর্তী। মমতাবালা বলেন, এই কালাকানুন বাংলা মানছে না মানবে না।

Latest article