নিউজক্লিকের আর্থিক তছরুপের মামলায় ফের আমেরিকার ধনকুবেরকে তলব ইডির

Must read

নিউজক্লিকের আর্থিক তছরুপের মামলায় এবার আমেরিকার ধনকুবের নেভিল রয় সিংহমকে (Neville Roy Singham) জিজ্ঞাসাবাদ করতে চলেছেন ইডির আধিকারিকরা। তদন্তের স্বার্থে সিংহমকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। উল্লেখ্য, বিদেশ থেকে টাকা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে নিউজক্লিকের বিরুদ্ধে। সেই মামলায় নাম জড়িয়েছে নেভিল রয় সিংহমের। জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পিএমএলএ ধারায় বিদেশ মন্ত্রকের মাধ্যমে আমেরিকার ধনকুবের রয়কে ডেকে পাঠানো হয়েছে। কয়েকদিন আগে দিল্লির একটি আদালত ‘লেটার রোগেটরি’ ইস্যু করে ইডিকে সিংহমের বয়ান রেকর্ড করার অনুমতি দেয়। এর আগেও রয়কে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে তিনি কোনও জবাব দেননি।

আরও পড়ুন- টানা ৯৬ ঘণ্টা টানেলে আটকে ৪০ শ্রমিক, বাড়ছে উদ্বেগ

তবে নেভিল রয় সিংহম কে? কী তাঁর পরিচয়?
আমেরিকার ধনকুবের। কোটিপতি ব্যবসায়ী-সমাজসেবী। তাঁর থটওয়ার্ক্স (ThoughtWorks)  নামে একটি আইটি সংস্থা রয়েছে। এই কোম্পানি বিভিন্ন সফ্‌টওয়্যার, টুলস ও কনসালটেন্সি পরিষেবা প্রদান করে। শ্রীলঙ্কার রাজনীতি গবেষক এবং ঐতিহাসিক আর্চিবল্ড বিক্রমরাজা সিংহমের ঘরে জন্ম হয় নেভিল রয় সিংহমের। ১৯৫৪ সালে।

নিজের সংস্থাকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে চিনের হয়ে প্রচার করছেন নেভিল (Neville Roy Singham), এমনটাই অভিযোগ উঠেছে। এর জন্য খরচ করা হয়েছে কোটি কোটি টাকা। নেভিল রয় সিংহম এবং তাঁর প্রচার নেটওয়ার্কের সঙ্গে জড়িত কয়েকটি কোম্পানির মধ্যে রয়েছে নো কোল্ড ওয়ার, নিউজক্লিক এবং কোড পিঙ্ক।

Latest article