যাত্রাদলের বাসে লরির ধাক্কা, আশঙ্কাজনক অবস্থা ১০ জনের

Must read

যাত্রাদলের বাসে (Bus Accident) ধাক্কা মারল লরি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশের গার্ডরেল ভেঙে নয়ানজুলিতে বাস। আহত ১২ জন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলকাতার চিৎপুরের ‘নিউ দেবাঞ্জলি অপেরা’ যাত্রাদলের সদস্যরা বুধবার রাতে বর্ধমানের খণ্ডঘোষে অনুষ্ঠান করেন। এরপর দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকায় যাত্রা করতে যাচ্ছিলেন তারা। যাত্রাদলের সদস্যরা শৌচকার্য সারবেন বলে সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর খাসেরভেরি গ্রামের কাছে বাসটি দাঁড় করানো হয়। আর ঠিক সেই সময় ঘটে বিপত্তি। দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা মারে লরি। দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রাদলের অভিনেত্রী কৃষ্ণা মিশ্র জানান, “বাসের ভিতরে আমি ঘুমোচ্ছিলাম। আচমকাই একটা ধাক্কা। ঘুম ভেঙে যায়। দেখি পিছনের সবাই আমার ঘাড়ের উপর উঠে পড়েছে। সবাই চিৎকার করছেন। আমি তা দেখে কেঁদে ফেলি।”

আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। দুর্ঘটনার খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাসে (Bus Accident) থাকা সকলকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ১২ জন জখম হন। সকলকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ১০ জনের অবস্থা সঙ্কটাজনক হলে তাঁদের শ্রীরামপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পর পলাতক লরিচালক। তার খোঁজ করছে পুলিশ।

আরও পড়ুন- টানা ৯৬ ঘণ্টা টানেলে আটকে ৪০ শ্রমিক, বাড়ছে উদ্বেগ

Latest article