লন্ডন, ১৩ ফেব্রুয়ারি : এমসিসিতে ব্রেকফাস্ট সারতে গিয়ে হঠাৎ করেই দেখা সৌরভ গঙ্গোপাধ্যায় ও জাস্টিন ল্যাঙ্গারের। এমন একটা সময়ে দু’জনের দেখা, যখন ভারতের মাটিতে চলছে ভারত বনাম অস্ট্রেলিয়ার বহুচর্চিত টেস্ট সিরিজ। সৌরভ ও ল্যাঙ্গারও ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত চুটিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি খেলেছেন। তাই এই আড্ডায় উঠে এসেছে সৌরভের নেতৃত্বে ২০০১ সালের সেই ঐতিহাসিক সিরিজ জয়ের গল্প। সোমবার সোশ্যাল মিডিয়ার ল্যাঙ্গারের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন সৌরভ। ক্যাপশনে লিখেছেন, ‘‘এমসিসির ব্রেকফাস্ট টেবিলে এক দুর্দান্ত বাঁ হাতি।’’
আরও পড়ুন-ফাইনালে বাড়তি পেসার বাংলার
২০০১ সালের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই ইডেনে ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়ের সেই জুটি। যে জুটি ভারতকে অবিশ্বাস্যভাবে টেস্ট জিতিয়েছিল। নিজের কলামে দ্রাবিড়-লক্ষ্মণ জুটির স্মৃতিচারণ করে সৌরভ লিখেছেন, ‘‘ক্রিকেটের ইতিহাসে সেরা জুটি। চতুর্থ দিনে আমরা কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৫ রান তুলেছিলাম। গোটা দিন ব্যাট করে দ্রাবিড় ও লক্ষ্মণ প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু হাল ছাড়েনি। অস্ট্রেলীয়রা তো বিশ্বাসই করতে পারেনি যে ফলোঅন করিয়েও হারতে হবে। ওদের শেষ ব্যাটার গ্লেন ম্যাকগ্রা যখন হরভজন সিংয়ের বলে আউট হল, তখন গোটা ইডেন গর্জনে ফেটে পড়েছিল।’’
আরও পড়ুন-হেফাজতে মৃত্যুতে প্রথম মোদির গুজরাত
সৌরভ আরও লিখেছেন, ‘‘সেদিন ক্রিকেটপ্রেমীদের আবেগের বিস্ফোরণ ঘটেছিল। ইডেনের ওই জয় ভারতীয় ক্রিকেটকে নতুন জীবন দিয়েছিল। আমার সেদিন প্রমাণ করেছিলাম, অস্ট্রেলিয়াকেও হারানো যায়।’’ এদিকে, চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও বাংলার রঞ্জি ট্রফি অভিযানে চোখ রয়েছে সৌরভের। মধ্যপ্রদেশের বিরুদ্ধ সেমিফাইনাল ম্যাচের তৃতীয় দিনের শেষে অধিনায়ক মনোজ তিওয়ারিকে শুভেচ্ছা জানান তিনি।