হেফাজতে মৃত্যুতে প্রথম মোদির গুজরাত

কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে স্পষ্ট যে, হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশের প্রথম তিনটি স্থান দখল করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি।

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে জঙ্গলরাজ চলছে সে কথা মেনে নিল খোদ মোদি সরকারই। বিজেপি শাসিত রাজ্য বললে কম বলা হয়, খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতেই তৈরি হয়েছে এক লজ্জাজনক রেকর্ড। পরিসংখ্যান বলছে, দেশের মধ্যে গুজরাতে গত পাঁচ বছরে সবচেয়ে বেশি বন্দির মৃত্যু হয়েছে। মৃতের এই সংখ্যাটা ৮০। সোমবার রাজ্যসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই হেফাজতে মৃত্যু নিয়ে তথ্য পরিবেশন করেন। তাতেই গুজরাতের এই লজ্জাজনক অবস্থা ফাঁস হয়েছে।

আরও পড়ুন-বিজেপি সঙ্গ না ছাড়লে ক্রীতদাস হতে হত, বিস্ফোরক উদ্ধব ঠাকরে

মানবাধিকার রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্তদের মতে, এই ঘটনা খুবই উদ্বেগজনক। মৃতরা বিভিন্ন অপরাধে থানা অথবা জেলে বন্দি ছিল। মানবাধিকার রক্ষা সংক্রান্ত একাধিক সংগঠনের দাবি, গুজরাতে থানায় ও জেলে বন্দিদের উপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। মানবাধিকার সংগঠনগুলি জাতীয় স্তরেও গুজরাত সরকারের বিরুদ্ধে এই ব্যাপারে সরব হয়েছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি যে এতটুকু ভুল নয়, সেটা কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যানেই স্পষ্ট হল। মানবাধিকার সংগঠনগুলি আরও অভিযোগ করেছে, গুজরাতে অত্যাচারের পাশাপাশি বন্দিদের পর্যাপ্ত খাবার দেওয়া হয় না এমনকী, মেলে না উপযুক্ত চিকিৎসা।

আরও পড়ুন-বেহাল সড়ক, ট্রেনে সফর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

হেফাজতে মৃত্যুর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে বিজেপি শাসিত মহারাষ্ট্র। ওই রাজ্যে জেল অথবা পুলিশি হেফাজতে থাকাকালীন ৭৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রশাসনের মানবাধিকার বিরোধী আচরণের কারণে এতদিন সবার আগে থাকত বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। গত পাঁচ বছরে ওই রাজ্যে হেফাজতে মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ৪১। তবে যােগীরাজ্যে হেফাজতে মৃত্যুর সংখ্যা কমলেও সেখানে আবার সংঘর্ষে মৃত্যুর ঘটনা বেড়েছে। মৃতের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, বিচারের আগে সংঘর্ষের নামে ধৃতদের সেখানে মেরে ফেলা হচ্ছে।

আরও পড়ুন-সব কথা মানব না, বিজেপিকে হুঁশিয়ারি

কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে স্পষ্ট যে, হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশের প্রথম তিনটি স্থান দখল করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি। হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে পরের দু’টি স্থানে রয়েছে যথাক্রমে তামিলনাড়ু এবং বিহার। এই দুই রাজ্যে হেফাজতে মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৪০ ও ৩৮।
এদিন ২০১৭ সালের ১ এপ্রিল থেকে ২০২২ এর ৩১ মার্চ পর্যন্ত হেফাজতে মৃত্যুর পরিসংখ্যান রাজ্যসভায় পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি রাজ্যসভায় জানিয়েছেন, ২০১৭-১৮ সালে গোটা দেশে পুলিশি হেফাজতে মৃতের সংখ্যা ছিল ১৪৬। ২০১৮-১৯ সালে এই সংখ্যা ছিল ১৩৬। ২০১৯-২০ সালে এই সংখ্যা ছিল ১১২। ২০২০-২১ সালে এই সংখ্যা ছিল ১০০। কিন্তু ২০২১-২২ সালে এই সংখ্যা বেড়ে হয়েছে ১৭৫।

Latest article