বিজেপি সঙ্গ না ছাড়লে ক্রীতদাস হতে হত, বিস্ফোরক উদ্ধব ঠাকরে

সে সময় মোদিকে রক্ষা করেছিলেন তাঁর বাবা তথা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে। এমনটাই জানালেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে।

Must read

প্রতিবেদন : গুজরাত দাঙ্গার সময় তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী রাজ্যের সে সময়ের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজধর্ম অনুসরণ করতে বলেছিলেন। সে সময় মোদিকে রক্ষা করেছিলেন তাঁর বাবা তথা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে। এমনটাই জানালেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন-বেহাল সড়ক, ট্রেনে সফর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর

শিবসেনা প্রধান বলেছেন, সেদিন তাঁর বাবা বালাসাহেব ঠাকরে তাঁকে না বাঁচালে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারতেন না। উদ্ধবের দাবি, ২০০২ সালে গুজরাতে সাম্প্রদায়িক দাঙ্গার পর সে সময়ের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদিকে রাজধর্ম অনুসরণ করতে বলেছিলেন। ওই মন্তব্যেই স্পষ্ট হয়েছিল, গুজরাতের পরিস্থিতিতে খুশি নন বাজপেয়ী। কিন্তু সে সময় বালাসাহেব বলেছিলেন, এটা সময়ের প্রয়োজন। তা না হলে মোদি আজ প্রধানমন্ত্রী হতে পারতেন না। শিবসেনা প্রধানের দাবি, ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর তিনি তাঁর মর্যাদা রক্ষার জন্যই বিজেপির সঙ্গে জোট ভাঙেন। পরিবর্তে গড়ে তোলেন মহা বিকাশ আগাড়ি। এ জন্য তিনি এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন। সেদিন গেরুয়া দলের সঙ্গ ত্যাগ না করলে তাঁকে গলায় বেল্ট বেঁধে বিজেপির ক্রীতদাস হতে হত। যেমনটা হয়েছেন তাঁরই দলের কিছু লোক। রাজনৈতিক মহল মনে করছে, উদ্ধব তাঁর এই মন্তব্যে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিদ্রোহী শিবসেনা বিধায়কদের পরোক্ষ আক্রমণ করেছেন।

আরও পড়ুন-সব কথা মানব না, বিজেপিকে হুঁশিয়ারি

বিজেপিকে আক্রমণ করে উদ্ধব ঠাকরে অভিযোগ করেন, মোদির গেরুয়া দল হিন্দুদের মধ্যে ফাটল তৈরি করছে। সে কারণেই বিজেপির সঙ্গে তাঁর দল শিবসেনার সম্পর্ক ছিন্ন হয়েছে। তবে তিনি কখনওই হিন্দুত্ব ত্যাগ করেননি। ঠাকরে আরও বলেছেন, শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে কখনও বিদ্বেষ পোষণ করতেন না। বিজেপি আর হিন্দুত্ব এক নয়। একে অপরকে ঘৃণা করা হিন্দুত্ব নয়। হিন্দু হওয়া মানে উত্তর ভারতীয়দের ঘৃণা করা নয়। ধর্ম নির্বিশেষে যারা ভারত বিরোধী বালাসাহেব তাদের বিরুদ্ধে ছিলেন।

Latest article