সব কথা মানব না, বিজেপিকে হুঁশিয়ারি

প্রশ্নোত্তরপর্বে সৌমিত্র আরও জানতে চান, পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রের কতজন ই-শ্রম পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

Must read

প্রতিবেদন : আমরা চুপ করে বসে আছি তার মানে এই নয় যে, সব কথা মেনে নেব। সোমবার লোকসভায় বিজেপি সাংসদ রাজ্যের প্রসঙ্গ তোলায় এভাবেই তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সংসদে প্রশ্ন তোলেন। তিনি কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর কাছে জানতে চান, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং তাঁদের আন্দোলনের ব্যাপারে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে কি না। সৌমিত্রের ওই বক্তব্যে ফুঁসে ওঠেন কল্যাণ। তিনি পাল্টা বলেন, বিজেপি সাংসদ রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করছেন।

আরও পড়ুন-৩৪ হাজার ছাড়াল মৃতের সংখ্যা, ফের কম্পন তুরস্কে

প্রশ্নোত্তরপর্বে সৌমিত্র আরও জানতে চান, পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রের কতজন ই-শ্রম পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। ওই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান, বাংলা থেকে অসংগঠিত ক্ষেত্রের ২ কোটি ৫৭ লক্ষ ৪২ হাজার ৬৭২ জন ই-শ্রম পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

Latest article