প্রতিবেদন : চলতি বছরের অক্টোবর মাসে ওয়ান ডে বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। সম্প্রতি বিসিসিআই-এর অল্যাপেক্স কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইডেন গার্ডেন্সের (Eden Gardens) পাশাপাশি দেশের আরও চারটি ভেনুতে স্টেডিয়াম সংস্কারের কাজ হবে। যার মধ্যে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামও রয়েছে।
বিশ্বকাপ শুরুর সম্ভাব্য তারিখ ৫ অক্টোবর। মেগা ইভেন্টের বাকি সাড়ে পাঁচ মাস। এই সময়ের মধ্যে বড় ভাবে স্টেডিয়াম সংস্কারের কাজ কি সম্ভব? সিএবি-র পরিকল্পনা রয়েছে বিশ্বকাপের আগে ইডেনের দু’টি ড্রেসিংরুমকে ঢেলে সাজানোর। কিন্তু সময় খুব কম। তবু কর্তারা আশাবাদী। তবে হাইকোর্ট প্রান্তের তিনটি ব্লকের গ্যালারির উপর আচ্ছাদন বা রুফটপ বসানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করছেন কর্তারা।
সিএবি কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী বললেন, ‘‘আমরা জি, এফ, এইচ ব্লকের গ্যালারির উপর শেড বসাব। বিশ্বকাপের আগেই কাজটা শেষ করব। ইডেনের (Eden Gardens) দু’টি ড্রেসিংরুমকে নতুন রূপ দিতে চাই আমরা। ঠিকাদার সংস্থার কাছে নকশা, পরিকল্পনা পাঠিয়েছি। যদি বিশ্বকাপের আগে ড্রেসিংরুম সংস্কারের কাজ শেষ করা সম্ভব হয়, তবেই শুরু করব। ওদের জবাবের অপেক্ষায় রয়েছি।”
আরও পড়ুন- মহারাষ্ট্রে শাহর সভায় প্রবল গরমে মৃত ১৩