গৃহযুদ্ধ বেধেছে সুদানে, এক ভারতীয় সহ মৃত ৬০

Must read

প্রতিবেদন : গৃহযুদ্ধ শুরু হয়েছে আফ্রিকা মহাদেশের সুদানে (Sudan fighting)। এখনও পর্যন্ত এই যুদ্ধের বলি হয়েছেন ৬০ জন। যার মধ্যে একজন ভারতীয়। জখম হয়েছেন প্রায় ২০০ জন। এই যুদ্ধ চলছে সে দেশের সেনা ও আধাসেনার মধ্যে। রাজধানী খার্তুম-সহ সুদানের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই রক্তাক্ত গৃহযুদ্ধ। রাজধানী খার্তুম-সহ সুদানের বেশিরভাগ রাস্তাই কার্যত জনশূন্য। ঘনঘন শোনা যাচ্ছে বোমা ও গুলির আওয়াজ। বায়ুসেনা ইতিমধ্যেই দেশবাসীকে ঘরের ভিতরে থাকার অনুরোধ জানিয়েছেন। সে দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে বিদেশমন্ত্রকও ইতিমধ্যেই সুদানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। খার্তুমের ভারতীয় দূতাবাস সে দেশে বসবাসকারী ভারতীয়দের বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছে।

আরও পড়ুন- মহারাষ্ট্রে শাহর সভায় প্রবল গরমে মৃত ১৩

আধাসেনার দাবি, ইতিমধ্যেই তারা প্রেসিডেন্টের বাসভবন ও বিমানবন্দরের দখল নিয়েছে। যদিও সেনাবাহিনী আধাসেনার এই দাবি খরিজ করে দিয়েছে। গৃহযুদ্ধে জর্জরিত সুদানের (Sudan fighting) আকাশে ঘনঘন চক্কর কাটছে বায়ুসেনার বিমান। আধাসেনার সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে চলছে নিয়মিত বোমাবর্ষণ। বোমাবর্ষণের কারণে সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়ার একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৯ সালে সেনা অভ্যুত্থানে সুদানে ক্ষমতা হারিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশির। সেনাবাহিনী এবং গণতন্ত্রপন্থী একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ২০২১ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদেকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। পূর্বতন সরকারের প্রতি সেনার এক বড় অংশের বিশেষ আনুগত্য রয়েছে বলে জানা যায়। আর তা নিয়েই শুরু হয়েছে নতুন করে সংঘাত। গত কয়েকদিন ধরেই সুদানের আধাসেনা বা র্যারপিড সাপোর্ট ফোর্সের সঙ্গে সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। শুক্রবার রাতে সেনাবাহিনী আরএসএফ-এর সদর দফতরে বড় মাপের হামলা চালায়। তবে সেনার তরফে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, আধাসেনাই বিভিন্ন সেনা শিবিরে ব্যাপক হামলা চালাচ্ছে।

Latest article