মেনকা : ভুল স্বীকার ইডির

Must read

প্রতিবেদন : মেনকা গম্ভীরকে (Menaka Gambhir) বিদেশ যেতে না দেওয়া ঠিক হয়নি। দমদম বিমানবন্দরে তাঁকে আটকানো অন্যায় হয়েছিল। সেই কাজের জন্য তারা দুঃখিত। এভাবেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নিজেদের ভুল স্বীকার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার মেনকা গম্ভীরের (Menaka Gambhir) দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি ছিল। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর এই মামলায় রায়দান স্থগিত রাখেন হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। শুক্রবার রায় দেবেন তিনি। ৩০ অগাস্ট বিদেশ যেতে গেলে দমদম বিমানবন্দরে মেনকা গম্ভীরকে আটকান ইডি আধিকারিকরা।

আরও পড়ুন-হাইকোর্টের নির্দেশ খারিজ, ১৯ তৃণমূল নেতার সম্পত্তি বৃদ্ধি ‘অস্বাভাবিক’ নয়

Latest article