হাইকোর্টের নির্দেশ খারিজ, ১৯ তৃণমূল নেতার সম্পত্তি বৃদ্ধি ‘অস্বাভাবিক’ নয়

সুপ্রিম রায়ে মুখ পুড়ল বিজেপির

Must read

প্রতিবেদন : সম্পত্তি বৃদ্ধি মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিরোধীদের। ১৯ জন তৃণমূল নেতার সম্পত্তি বৃদ্ধিতে কোনও অস্বাভাবিকতা নেই। বৃহস্পতিবার সাফ জনিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court- TMC)। একইসঙ্গে এই মামলায় ইডিকে পার্টি করার কলকাতা হাইকোর্টের নির্দেশও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। ১৯ জন নেতা-মন্ত্রী জনপ্রতিনিধি। নির্বাচন কমিশন ও আয়কর দফতর এঁদের দেওয়া সম্পত্তির হিসেব খতিয়ে দেখেছে। তারাও অস্বাভাবিক কিছু পায়নি। বিরোধীরা শুধু রাজনীতি করার জন্যই ফন্দিফিকির করে হাইকোর্টে মামলা করেছিল, সুপ্রিম কোর্টে যা ধোপে টিকল না। এই মামলায় ইডিকে যুক্ত করার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন-গণপরিবহণে কড়া নজরদারি, মেট্রোয় বিশেষ নিরাপত্তা

সুপ্রিম কোর্টের (Supreme Court- TMC) এই পর্যবেক্ষণ সামনে আসতেই এ নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সুপ্রিম কোর্টের রায়েই স্পষ্ট, বিজেপি-সিপিএমের কুৎসার রাজনীতি ব্যর্থ হয়েছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে কুৎসা ছড়াতে গিয়ে আদালতে মুখ পুড়েছে ওদের।
তৃণমূলের ১৯ জন নেতার সম্পত্তি অস্বাভাবিক হারে বেড়েছে। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় ইডিকেও পার্টি করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপর স্বর্ণকমল সাহা-সহ একাধিক তৃণমূল নেতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের রায় ঝামা ঘসে দিল বিরোধীদের।

আরও পড়ুন-অভাবের তাড়নায় যমজ সন্তানকে গলা টিপে খুন

Latest article