কোর্টে মুখ পুড়ল ইডির

সায়গল হোসেন মামলায় জোর ধাক্কা ইডির। মঙ্গলবার সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার ইডির আর্জি পত্রপাঠ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট

Must read

প্রতিবেদন : সায়গল হোসেন মামলায় জোর ধাক্কা ইডির। মঙ্গলবার সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার ইডির আর্জি পত্রপাঠ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। শুনানি চলাকালীনই ইডিকে তীব্র ভর্ৎসনা করে হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন ইডিকে উদ্দেশ্য করে বলেন, আইনি ভাবে নয়, চালাকি করে আপনারা অভিযুক্তকে দিল্লি নিয়ে যেতে চাইছেন।

আরও পড়ুন-কালীপুজোর আগেই হতে পারে সুপার সাইক্লোন?

তিনি সরাসরি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, নয়াদিল্লিতে নিয়ে গিয়ে কেন জেরা করতে হবে? তদন্তকারী সংস্থা আমেরিকার হতে পারে। চাইলে কি তারা সেখানেই নিয়ে যাবে? কিন্তু আপনি তো এখানে মামলা নথিভুক্ত করেছেন। তা হলে কলকাতার পিএমএলএ কোর্টে হাজির না করিয়ে নয়াদিল্লি নিয়ে যেতে চান কেন? বিচারপতি জানিয়ে দেন, দিল্লি হাইকোর্ট যদি হাজিরা দিতে বলে, যদি ওয়ারেন্ট দেখাতে পারেন, তবেই অনুমতি দেওয়া যেতে পারে। সায়গল হোসেনকে কলকাতাতেই জেরা করতে হবে বলে জানান তিনি। সেই সঙ্গে বিচারপতি জানিয়ে দেন এই নিয়ে আসানসোল আদালত যা বলেছে তাতে তিনি কোনওরকম হস্তক্ষেপ করতে চান না। কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে সায়গলকে আপাতত দিল্লি নিয়ে যেতে পারল না ইডি।

Latest article