প্রতিবেদন : ডিম, মাংস (Egg and Meat) খেলে যৌন অক্ষমতা ও ডায়াবেটিসের ভয় থাকে! এমনই অবৈজ্ঞানিক রিপোর্ট পেশ করল বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকের (Karnataka) নয়া শিক্ষানীতি কমিটি। যা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। রিপোর্টে গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক ভাবনার গন্ধ দেখছেন অনেকেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওই রিপোর্ট ছুঁড়ে ফেলে দেওয়া উচিত।
আরও পড়ুন: বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষক অসন্তোষ: হোর্ডিংয়ে মোদি সরকারের সমালোচনা
স্কুলের পড়ুয়াদের স্বাস্থ্য এবং সুস্থতা সংক্রান্ত রিপোর্টে ওই শিক্ষা কমিটি দাবি করেছে, ডিম (Egg and Meat) খেলে ‘জীবনযাত্রার ক্ষেত্রে সমস্যা’ হতে পারে। এমনকী এর ফলে মেয়েদের ঋতুচক্রও আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয়দের শারীরিক গঠনে নিয়মিত ডিম এবং মাংস খেয়ে বাড়তি শক্তি অর্জন করলে জীবনযাত্রায় সমস্যা দেখা দিতে পারে। রিপোর্টে এও জানানো হয়েছে, একাধিক দেশের গবেষণায় ইঙ্গিত মিলেছে, প্রোটিন নির্ভর খাদ্য মানুষের শরীরে হরমোনের উপর প্রভাব ফেলছে। এমনকী কোনটা খাওয়া উচিত ও কোনটা নয়, তার পরামর্শও দিয়েছে ওই কমিটি।
আরও পড়ুন: কেন্দ্রের ঔদ্ধত্য, ক্ষিপ্ত আদালত, পিএম কেয়ার্স ফান্ড
কমিটির এই রিপোর্ট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের দাবি এই রিপোর্ট সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এর মাধ্যমে ভুয়ো ধারণা ছড়ানো হচ্ছে। এইসব ধারণাকে প্রশ্রয় দিলে অপুষ্টি ও অসুস্থতা আরও বাড়বে৷ এইরকম ভুল রিপোর্ট ছুঁড়ে ফেলে দেওয়া উচিত বলেও কটাক্ষ করেছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: মহান মানুষেরা বিভেদ করেন না: পাহাড়ে বাংলা ভাগের বিরোধিতায় বার্তা মুখ্যমন্ত্রীর