ধন্বন্তরি মন্দিরে পুজো দিয়ে শুরু হল প্রতিমার ভোট প্রচার

শুরু হয়ে গিয়েছে প্রচারের ঝড়। রবিবার সভা শেষ হতেই কালবিলম্ব না করে তিনি দৌড়ে আসেন জয়নগর দলীয় কার্যালয়ে।

Must read

সংবাদদাতা, জয়নগর : রবিবার ব্রিগেডে জনগর্জন সভায় ৪২ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিমা মণ্ডলকে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। নাম ঘোষণা হতেই কার্যত ভোটের দামামা বেজে গিয়েছে তৃণমূলের অন্দরে। শুরু হয়ে গিয়েছে প্রচারের ঝড়। রবিবার সভা শেষ হতেই কালবিলম্ব না করে তিনি দৌড়ে আসেন জয়নগর দলীয় কার্যালয়ে।

আরও পড়ুন-কেরলে সিএএ লাগু হবে না, ঘোষণা বাম সরকারের

দলীয় কার্যালয়ে থেকে প্রতিমা দেবী জয়নগর ধন্বন্তরি কালীমন্দিরে যান পুজো দিতে। পুজো দেওয়ার পর প্রথমেই তিনি তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, পুনরায় তাঁকে প্রার্থী করার জন্য কৃতজ্ঞ তিনি দলীয় নেতৃত্বের কাছে।

আরও পড়ুন-মিসাইল অগ্নি-৫ প্রযুক্তির পরীক্ষায় সফল ভারত

তৃতীয়বারের জন্য এবার তিনি জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিগত ১০ বছর ধরে তিনি যেভাবে মানুষের পাশে থেকে উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছেন, আগামী দিনেও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে যেমনভাবে পরিষেবা দিয়ে এসেছেন তেমনভাবেই আগামী দিনেও পরিষেবা দেওয়ার এবং উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সবই তিনি করবেন বলে আশ্বস্ত করেন। ২০১৪ সালে তিনি এক লক্ষ 8 হাজার ভোটে, ২০১৯ সালে তিন লক্ষ ১৬ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। এবারেও মানুষ আরও বেশি আশীর্বাদ তাঁকে করবেন বলে আশাবাদী তিনি।

Latest article