প্রতিবেদন : লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থীদের খরচের পরিমাণ বাড়ল। আগে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা ও বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা খরচ করতে পারতেন প্রার্থীরা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে, লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ৯৫ লক্ষ টাকা ও বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা।
আরও পড়ুন-আদি-নব্যের লড়াই প্রকাশ্যেই মালদহে বিজেপিতে বিদ্রোহ
পাশাপাশি আসানসোল লোকসভা ভোটের জন্য সাধারণ পর্যবেক্ষক হিসেবে অশ্বিনী কুমার, পুলিশ পর্যবেক্ষক সুনীল কুমার এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের জন্য সাধারণ পর্যবেক্ষক হিসেবে অজয় যাদবের নাম ঘোষণা করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বৃহস্পতিবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকের নির্দেশ দিয়েছেন যাতে কোনওরকম সমস্যা না হয়। রাজ্যে দুই উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনোনয়নপত্র জমা করা যাবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। তবে করোনার সংক্রমণ কম থাকলেও কমিশন কোনওরকম খামতি রাখছে না এই উপনির্বাচনের জন্য।