নির্বাচনের প্রস্তুতি বুথে বুথে কর্মিসভা

বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনও চলছে। আগামী বছর ২০২৩-এ পঞ্চায়েত ভোট। হাওড়া কর্পোরেশন ও বালি পুরসভাতেও রাজ্যপাল বাগড়া দেওয়ায় এখনও ভোট হয়নি।

Must read

সংবাদদাতা, হাওড়া : বাংলা নববর্ষের পর থেকেই হাওড়ায় প্রতিটি বিধানসভা এলাকায় বুথভিত্তিক কর্মী সম্মেলন শুরু করছে তৃণমূল কংগ্রেস। এখন থেকেই প্রতিটি এলাকায় জোরকদমে প্রচার শুরু হয়েছে। বিধায়করাও প্রচারে শামিল হয়েছেন। বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনও চলছে। আগামী বছর ২০২৩-এ পঞ্চায়েত ভোট। হাওড়া কর্পোরেশন ও বালি পুরসভাতেও রাজ্যপাল বাগড়া দেওয়ায় এখনও ভোট হয়নি।

আরও পড়ুন-ক্ষয়ক্ষতি বিপুল ফের শুরু শান্তি বৈঠক

তবে সাংগঠনিক প্রস্তুতি সেরে রাখতে এখন থেকেই বিধানসভাভিত্তিক কর্মিসভা শুরু করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রথমে প্রতিটি বিধানসভায় হবে বুথভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলন। তারপর হবে ওয়ার্ড এবং পঞ্চায়েতভিত্তিক কর্মী সম্মেলন। সম্মেলন থেকে দলীয় কর্মীদের নানা নির্দেশ ও একাধিক গাইডলাইন দেবেন দলের নেতৃত্ব। আগামী বৈশাখ মাস থেকে শুরু হবে এই বুথভিত্তিক কর্মী সম্মেলন। আলোচিত হবে, কীভাবে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে, সরকারের জনমুখী প্রকল্পগুলির সুফল মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে।

Latest article