বাংলায় ইলেকট্রিক স্কুটার কারখানার সম্ভাবনা, বিপুল কর্মসংস্থান

সংস্থার তরফে খবর, ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যেই এই ইলেকট্রিক স্কুটি–মোটরবাইক কারখানায় নতুন উৎপাদন শুরু হয়ে যাবে|

Must read

পরিবেশ বান্ধব গাড়ি কিনতে যখন পকেটে টান ধরে মধ্যবিত্তের তখন অনেকটা সস্তায় বাজারে এসেছে ইলেকট্রিক স্কুটি (electric scooty) এবং মোটরবাইক (Motorbike)। এবার প্রথমবার আসানসোলে তৈরি হতে চলেছে ইলেকট্রিক স্কুটি–মোটরবাইক তৈরির কারখানা। ‘‌বিকিউআই’‌ ইলেকট্রিক নামে একটি বেসরকারি ইলেকট্রিক স্কুটি এবং মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা আসানসোলে তাদের কারখানা গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। বিষয়টি তারা যদিও ইতিমধ্যেই ঘোষণা করেছে।

আরও পড়ুন-নয়ানজুলিতে বাস উল্টে দুর্ঘটনায় আশঙ্কাজনক ১১

সংস্থার তরফে খবর, ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যেই এই ইলেকট্রিক স্কুটি–মোটরবাইক কারখানায় নতুন উৎপাদন শুরু হয়ে যাবে| গুরগাঁওতে এর আগেই এই সংস্থা কারখানা গড়ে তুলেছে। এটি তাদের দ্বিতীয় কারখানা হতে চলেছে। আসানসোলের সাথে তারা হায়দরাবাদেও একটি কারখানা গড়তে চলেছে। এই বিষয়ে, সংস্থার সিইও রাহুল সিনহা জানান, পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জায়গায় তাদের শোরুম আছে। বাংলায় চাহিদা রয়েছে তাদের তৈরি স্কুটি–মোটরবাইকের। নতুন কারখানা গড়ার তাগিদ সেখানটা থেকেই তৈরী হয়েছে। তিনি আরো জানান, ‘‌উৎকৃষ্ট মানের স্কুটি এবং কম দাম–সহ আধুনিক ডিজাইন ক্রেতাদের আকর্ষণ করেছে। আসানসোলে কারখানা হলে আরও বেশি করে প্রোডাকশন হবে এবং এই রাজ্যে কয়েকশো নতুন কর্মসংস্থান হবে। আমরা চেয়েছিলাম বাংলায় একটি কারখানা গড়ে তুলতে। এই কারখানা আসানসোলে আনতে চলেছি। এখানে কর্মসংস্থানও বাড়বে।’‌

Latest article