সংবাদদাতা, শিলিগুড়ি : প্রাতঃভ্রমণে বেরিয়ে বাড়ি ফেরার পথেই বিপত্তি। রাস্তায় টহলদারি করছে এক মস্ত দাঁতাল। দেখে কেউ ঘাবড়ে গেলেন, কেউ বীরদর্পে মোবাইলের ক্যামেরায় বন্দি করলেন হাতিটিকে (Elephant)। শিলিগুড়ির শুকনার (Sukna) ঘটনা। শিলিগুড়ি মহকুমার চারপাশে জঙ্গলে ঘেরা। তাই মাঝে মাঝে লোকালয়ে প্রবেশ করে হাতির দল। শুক্রবার সকালে শিলিগুড়ি (Sukna, Siliguri) সংলগ্ন শুকনায় ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি (Elephant)। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুকনা সংলগ্ন নওগাঁও জঙ্গল থেকে হাতিটি লোকালয়ে এসেছিল। খুব সকালে হাতি প্রবেশ করায় রাস্তাঘাটে মানুষজন ছিল কম। তাই তেমন শোরগোল পড়েনি। দাঁতালটি প্রথমে বাজার এলাকায় প্রবেশ করে। এরপরে বাজার থেকে মিছিবাড়ি জনবসতি এলাকায় ঢোকে। একটি বাড়ির ভেতরে ঢুকে অন্য বাড়িতে যাওয়ার সময় একটি দেওয়াল ও গেট ভেঙে দেয়। এই সময়ে অনেকেই ঘুমিয়ে ছিল। শুকনা বন দফতর খবর পেয়ে এলিফ্যান্ট স্কোয়াডের বনকর্মীদের পাঠায়। তবে হাতিটি কোনও ক্ষয়ক্ষতি করেনি। জনবসতি ছেড়ে নিজেই জঙ্গলের দিকে ফিরে যায়। বনকর্মীরা মনে করছেন, খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছিল। স্থানীয় সুন্দর গিরি বলেন, প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। সেই সময়ে হাতিটি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। খুব সকালে বলে রাস্তায় জনমানুষ কম ছিল, তাই বাঁচোয়া।
আরও পড়ুন: আইএনটিটিইউসি-র নতুন কমিটি হল পশ্চিম বর্ধমানে