সংবাদদাতা, ঝাড়গ্রাম : দলমার বদমেজাজি বুনো হাতি ধরতে বৃহস্পতিবার বিশেষ অভিযানে নেমেছিল বনবিভাগ। অভিযান অনেকটাই সফল। ঘুমপাড়ানি গুলিতে শেষমেশ কাবু করা গিয়েছে পালের গোদা বড় দাঁতালটিকে। দলমা থেকে আসা তিনটি হাতির দল লোকালয়ে ঢুকে তাণ্ডব চালায়। মানুষও মারে। আক্রমণাত্মক হাতিদের ধরতে এদিন ঝাড়গ্রামের বাঁদরভোলা ফরেস্ট বিটের জোয়ালভাঙার জঙ্গল থেকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ থেকে আনা দুটি কুনকিকে। সঙ্গে ঘুম পাড়ানিগুলি করার বিশেষ দল।
আরও পড়ুন-সম্প্রীতির পুজোয় মহাদেশ পূজিতা হন ভৈরবী কালী রূপে
বৃহস্পতিবার সকাল থেকেই বন দফতরের সিসিএফ এপি সিং, পিসিসিএফ রাজেশ কুমার, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও খড়্গপুরের ডিএফও সঙ্গে মহকুমা শাসক, পুলিশ আধিকারিকরা অভিযানে নামেন। বদমেজাজি হাতির মধ্যে একটি বড় দাঁতাল আরও দুটি হাতির সঙ্গে জোয়ালভাঙা জঙ্গলে রয়েছে। বৃহস্পতিবার বিকেলে বড় দাঁতালটিকে ঘুমপাড়ানি গুলি করা হয়। গুলি খেয়ে হাতিটি খুব জোর ছুটে জঙ্গলে ঢুকে পড়ে।
আরও পড়ুন-জেডিএ-র তৎপরতায় বড় বিপর্যয় থেকে রক্ষা জয়গাঁর
পিছনে পিছনে যান বনকর্মীরা। ছিলেন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসকও। হাতিটি জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে যায়। তার চিকিৎসা শুরু হয়েছে। তাকে জঙ্গল থেকে বের করে আনার উদ্যোগও চলছে। দুটি কুনকি হাতির পিঠে চেপে রাইফেলম্যান ও কয়েকজন অভিযান চালিয়েছিলেন। কুনকি হাতি দিয়ে বুনো হাতি ধরার খবর পেয়ে বহু মানুষজন ভিড় করেছেন। তিনটি হাতির একটি দল তাণ্ডব চালায়। তার মধ্যে সব থেকে বড় একটি দাঁতাল ভয়ঙ্কর হয়ে উঠেছে। মানুষ মেরেছে, চালিয়েছে তাণ্ডব। তাকে কাবু করায় অনেকটা স্বস্তি মিলল।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…