প্যারিস : এতদিন নীরব থাকার পর একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছেন কিলিয়ান এমবাপে। গত ইউরো কাপে পেনাল্টি মিস করার পর অপমানিত হয়ে ফ্রান্সের জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এমবাপে। ইউরো কাপে শেষ ষোলোর টাইব্রেকারে দলের হয়ে শেষ পেনাল্টি নেওয়ার দায়িত্ব পেয়েছিলেন ফরাসি তারকা। কিন্তু চাপের মুখে ভেঙে পড়েছিলেন এমবাপে। তাঁর নেওয়া দুর্বল শট বাঁচিয়ে দিয়েছিল সুইজারল্যান্ডের গোলকিপার ইয়ান সোমের। ইউরো থেকে ছিটকে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। এই ঘটনার পর সামাজিক মাধ্যম-সহ জাতীয় দলের অন্দরেও সমালোচিত হন এমবাপে।
আরও পড়ুন : নাম তুলে নিল ভারতীয় হকি দল
এরপরই ফ্রান্স দল থেকে সরে যাওয়ার চিন্তা মাথায় আসে পিএসজি স্ট্রাইকারের। এমবাপে বলেছেন, ‘‘ফ্রান্সের হয়ে খেলার জন্য আমি কখনও এক পয়সাও নিইনি। জাতীয় দলে সবসময় অর্থ ছাড়াই খেলি। সর্বোপরি আমি কখনও দলের সমস্যার কারণ হতে চাইনি। কিন্তু যখনই মনে হল আমি দলের জন্য সমস্যা হয়ে উঠছি এবং মানুষের কাছেও মনে হচ্ছিল আমি সমস্যার কারণ, তাহলে সেটাই ভাল। আমি চলেই যাব, আর দেশের হয়ে খেলব না।’’ ইউরোয় সেদিন পেনাল্টি মিসের পর গ্যালারি থেকে তাঁকে ‘বাঁদর’ বলেও ডাকা হয় বলে অভিযোগ করেন তারকা ফরাসি স্ট্রাইকার। পেনাল্টি মিসের থেকেও সবচেয়ে বেশি ধাক্কা তাঁকে দিয়েছিল এই বর্ণবিদ্বেষী মন্তব্য।