নিষ্প্রভ ধোনির পাশে দাঁড়ালেন ফ্লেমিং

Must read

দুবাই, : চেন্নাই সুপার কিংস প্লে-অফ নিশ্চিত করে ফেললেও, চলতি আইপিএলে এম এস ধোনির ব্যাটে রান নেই! সবচেয়ে বড় কথা, টি-২০ ফরম্যাটে যে ধোনি-ধামাকা দেখে ক্রিকেটপ্রেমীরা অভ্যস্ত, তা পুরোপুরি অনুপস্থিত এবারের টুর্নামেন্ট। সোমবার রাতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে সিএসকে অধিনায়কের অবদান ২৭ বলে ১৮ রান। স্ট্রাইক রেট ৬৬.৬৬। যা আইপিএলের ইতিহাসে ২৫ কিংবা তার বেশি বলে খেলা ধোনির ইনিংসগুলের মধ্যে মন্থরতম!

আরও পড়ুন : জাতীয় দলে খেলতে চাননি এমবাপে

শুধু তাই নয়, এবারের আইপিএলে ১৩ ম্যাচে ধোনির মোট রান ৮৪। গড় ১৪ এবং স্ট্রাইক রেট ৯৭.৬৭। সর্বোচ্চ রান ১৮। যা তিনি করেছেন দিল্লির বিরুদ্ধে। এহেন পারফরম্যান্স একেবারেই ধোনিসুলভ নয়। তবে কঠিন পরিস্থিতিতে ধোনির পাশেই দাঁড়াচ্ছেন স্টিফেন ফ্লেমিং। দিল্লি ম্যাচের পর সিএসকে কোচের সাফাই, ‘‘এমনটা নয় যে ধোনি একাই মন্থর ইনিংস খেলেছে। এই পিচ স্ট্রোক প্লে-র জন্য একেবারেই আদর্শ ছিল না। লক্ষ্য করলেই দেখবেন, মন্থর উইকেটে দুটো দলের ব্যাটসম্যানরাই বড় শট খেলতে গিয়ে সমস্যায় পড়েছে। তাই একা ধোনির সমালোচনা করা ঠিক হবে না।’’ এদিকে, দিল্লির বিরুদ্ধে হারের পর স্লো উইকেট নিয়ে মুখ খুলেছেন ধোনি নিজেও। তাঁর মন্তব্য, ‘‘পিচে বল পড়ে মন্থর গতিতে ব্যাটে আসছিল। তাছাড়া অসমান বাউন্সও ছিল। তাই আমরা যদি দেড়শোর কাছাকাছি রান স্কোরবোর্ডে তুলতে পারতাম, তাহলে হয়তো জিততাম।’’ তবে হেরে গেলেও সিএসকে অধিনায়ক বোলারদের কৃতিত্ব দিচ্ছেন ম্যাচকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য। ধোনির বক্তব্য, ‘‘এই পিচে বড় শট খেলা কঠিন ছিল। তবে আমাদের বোলাররা কম পুঁজি নিয়েও দারুণ বোলিং করল।’’

Latest article