বন্ধ জুটমিল খুলতে মন্ত্রীর জরুরি বৈঠক

দ্রুত সমস্ত মিলে পুরোদমে উৎপাদন চালু করতে নির্দেশ দেন মন্ত্রী। কিছুদিন আগে চালু হয়ে ফের হাওড়া জুট মিল কেন বন্ধ হল তাও জানতে চান তিনি।

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায় : রাজ্যের বন্ধ জুটমিলগুলিকে দ্রুত খুলতে উদ্যোগী হল শ্রম দফতর। এই উপলক্ষে ওইসব জুটমিলের মালিক পক্ষ এবং ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার নিজের দফতরে বৈঠক করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ছিলেন অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত সহ শ্রম দফতরের একাধিক পদস্থ কর্তা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ জানিয়ে ট্যুইট চটুল রাজনীতি রাজ্যপালের

শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল, চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল, রিষড়ার ওয়েলিংটন জুটমিল সহ হুগলির ৫টি, উত্তর ২৪ পরগনা ও হাওড়ার একটি করে জুটমিলের শ্রমিক ও মিল কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন শ্রমমন্ত্রী। এছাড়া আরও ২টি মিলের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বেচারাম। মালিক পক্ষের কাছে তিনি মিল চালানোর ক্ষেত্রে কী অসুবিধা রয়েছে তা জানতে চান।

আরও পড়ুন-স্কিল-বৈচিত্র্যে অধিনায়কের নজর কাড়লেন যোধপুরের তরুণ

দ্রুত সমস্ত মিলে পুরোদমে উৎপাদন চালু করতে নির্দেশ দেন মন্ত্রী। কিছুদিন আগে চালু হয়ে ফের হাওড়া জুট মিল কেন বন্ধ হল তাও জানতে চান তিনি। এখানে বকেয়া বিদ্যুৎ বিলের সমস্যা সিইএসসির সঙ্গে আলোচনা করে দ্রুত মিটিয়ে ফের হাওড়া জুটমিল চালু করতে বলেন তিনি। টিটাগড়ের লুমটেক্স জুটমিলেরও অচলাবস্থার অবসান করেছেন মন্ত্রী।

Latest article